এই মুহূর্তে কলকাতা

সব চ্যালেঞ্জের মোকাবিলা করে কন্যাশ্রীর লক্ষ্যমাত্রা পূরণ রাজ্যের।

কলকাতা, ২০ অক্টোবর:- একদিকে করোনা অতিমারির ধাক্কায় এখনো রাজ্য জুড়ে বন্ধ সমস্ত স্কুল। অন্যদিকে রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য বছরের প্রথম তিন মাস সমস্ত সরকারি প্রকল্পের ই গতি গিয়েছিল থমকে। এই প্রতিকূলতাকে অতিক্রম করে মাত্র চার মাসের মধ্যে রাজ্যজুড়ে কন্যাশ্রী প্রকল্পের লক্ষ্যমাত্রার ৯০ শতাংশ পূরণ করে নতুন নজির তৈরি করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রশাসনিক সূত্রে খবর চলতি আর্থিক বছরে রাজ্যে প্রায় ৩০ লক্ষ ছাত্রীকে ‘কন্যাশ্রী’ প্রকল্পের আওতায় আনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল । সেইমতো জুন মাস থেকে পুরোদমে আবেদন জমা নেওয়া ও যাচাইয়ের কাজ শুরু হয়। এই প্রক্রিয়ায় মাত্র চার মাসে প্রায় ২৬ লক্ষ আবেদন মঞ্জুর করা সম্ভব হয়েছে।

রাজ্যে ‘নির্বাচনী বিধি’ লাগু হতেই প্রকল্পের উপর স্থগিতাদেশ জারি হয়েছিল। কিন্তু তা উঠে যেতেই রাজ্যের তরফে বিভিন্ন জেলার প্রকল্প আধিকারিকদের ই-মেল করে প্রকল্পের কাজ চালুর নির্দেশ দেন। সেই মতো প্রকল্পের নবীকরণ, আপগ্রেডেশন, ভেরিফিকেশন প্রভৃতি কাজ শুরু হয়। এবার রাজ্যে ২৯ লক্ষ ৭৯ হাজার ৪৫৪ জন ছাত্রীকে প্রকল্পের সুবিধা দেওয়ার লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে রাজ্য সরকার। এর মধ্যে কন্যাশ্রী-১ প্রকল্পে সুবিধা পাবে ২৪ লক্ষ চার হাজার ৪০৮ জন। এছাড়া পাঁচ লক্ষ ৭৫ হাজার ৪৬ জন ছাত্রীকে কন্যাশ্রী-২এর সুবিধা দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির হয়। ইতিমধ্যেই কন্যাশ্রী-১ প্রকল্পে ২১ লক্ষ ৪৪ হাজার ৯৬১ জন ও কন্যাশ্রী-২ প্রকল্পে ৪৭ হাজার ৩৯০ জনের আবেদন মঞ্জুর করা হয়েছে।