এই মুহূর্তে জেলা

পুজোর ছুটিতে বেড়াতে গিয়ে কেদারনাথে আটকে হিন্দমোটরের ১২ জন।

হুগলি, ২০ অক্টোবর:- পুজোর ছুটিতে পরিবারকে নিয়ে কেদারনাথ বেড়াতে গিয়েছিলেন কোন্নগর ও হিন্দমোটরের ১২ জন সদস্য। হিন্দমোটর ভদ্রকালির দুটি পরিবার ও কোন্নগর মাস্টার পাড়ার দুটি পরিবার। অত্যাধিক বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরাখণ্ড মৃত্যু হয়েছে অন্তত ২২ জনের। জায়গায় জায়গায় ধস নেমেছে। বন্ধ কেদারনাথের রাস্তা। এই অবস্থায় চরম সঙ্কটে পড়েছেন এই ৪ পরিবার। পরিবার নিয়ে কোথায় যাবেন কিছুই বুঝতে পারছেন না। প্রশাসনের কাছে ফেরানোর ব্যবস্থার আর্জি জানিয়েছেন।

জানা গেছে, অষ্টমীর সকালে হাওড়া থেকে হরিদ্বার স্পেশাল ট্রেনে করে হরিদ্বার পৌঁছান তাঁরা। পরের দিন নবমীর সকালে সীতাপুর ঘুরে গত পরশু দিন বদ্রিনাথে যাওয়ার পথে ধসে আটকে পড়েন কোন্নগর ও হিন্দমোটরের চারটি পরিবারের ১২ জন সদস্য। তাঁরা হলেন দেবাঞ্জন পাঠক, দেবাশিস দাস, সুখেন্দু দাস ও দেবায়ন। টুনির পরিবার বদ্রিনাথে যাওয়ার পথে পাহাড়ে জশিমঠে আটকে পড়েন। তিন দিন ধরে ইলেকট্রিক নেই। হোটেলে জাইগা না পেয়ে বাসে ঘুমাচ্ছে তারা বলে জানা গেছে।