এই মুহূর্তে জেলা

বিশ্ব নবী দিবস পালন হুগলি ও পূর্ব বর্ধমানে।


পূর্ব বর্ধমান,হুগলি, ১৯ অক্টোবর:- আজ বিশ্ব নবী দিবস। আজ নবীর জন্ম এবং মৃত্যু দিন। ইসলাম ধর্মের কাছে এই দিনটি একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য দিন। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মুসলিম সমাজ এই ধর্মগুরুর জন্ম এবং মৃত্যু দিনকে পালন করছেন। মন্তেশ্বর ব্লকের মামুদপুর এক নম্বর অঞ্চলের রাইগ্রাম মাঝেরপাড়ায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ইসলাম ধর্মের ধর্মগুরু নবীর জন্মদিন এবং মৃত্যুদিন ও নবী দিবস পালন করেন। এই নবী দিবস উপলক্ষে রাইগ্রাম মাঝের পাড়ার নবী কমিটির পক্ষ থেকে প্রায় পাঁচ হাজার সাধারন মানুষ জনকে আজ দুপুরে ভাত খাবার ব্যবস্থা গ্রহণ করেন। দুপুরে প্রায় পাঁচ হাজার মানুষজনকে বসিয়ে খাওয়ানো হয়। নবী দিবস উপলক্ষে শ্রীরামপুরের মল্লিকপাড়ায় ১০০ ফুটের জাতীয় পতাকা নিয়ে রেলি করলো মুসলিম সংগঠনের কর্মীরা। সংগঠনের দাবি সব ধর্মের মানুষকে শান্তির বার্তা দেওয়ার জন্য এই রেলি।