এই মুহূর্তে জেলা

পরিবেশবান্ধব ডিজিটাল প্যাসেঞ্জার রিজার্ভেশন চার্ট বোর্ড স্থাপন হাওড়া স্টেশনে।

হাওড়া, ১৯ অক্টোবর:- হাওড়া স্টেশনে ডিজিটাল প্যাসেঞ্জার রিজার্ভেশন চার্ট বোর্ড স্থাপন করল পূর্ব রেলওয়ে। স্টেশন চত্বরে রিজার্ভেশনের অবস্থা স্পষ্টভাবে দেখার জন্য এবং রেল যাত্রীদের আরও সুবিধার জন্য বিশেষ পদক্ষেপ হিসেবেই হাওড়া স্টেশনে এই ডিজিটাল প্যাসেঞ্জার রিজার্ভেশন চার্ট বোর্ড স্থাপন করা হয়েছে। স্টেশনের ৯ নং প্ল্যাটফর্মে এই ডিজিটাল রিজার্ভেশন চার্ট বোর্ড যাত্রীদের রিজার্ভেশন অবস্থা সম্পর্কে অবহিত করার পাশাপাশি এর মাধ্যমে রেলের রাজস্ব আয় হবে। হাওড়া স্টেশনে এই রিজার্ভেশন চার্ট বোর্ড এলইডি টেলিভিশনের মাধ্যমে প্রদর্শিত হবে এবং টিভিতে বিজ্ঞাপন প্রদর্শিত হবে। পুরো ডিসপ্লে সিস্টেমটি এজেন্সি দ্বারা রক্ষণাবেক্ষণ করা হবে এবং রেলওয়েকে প্রদর্শিত বিজ্ঞাপনের জন্য অর্থ প্রদান করবে যার ফলে লাইসেন্স ফি হিসাবে প্রতি বছর রেলের রাজস্ব আয় হবে।

এরপর পর্যায়ক্রমে ডিজিটাল যাত্রী রিজার্ভেশন চার্ট বোর্ডের এই পদ্ধতি অন্যান্য প্ল্যাটফর্মেও সম্প্রসারিত হবে। এটি এক পরিবেশবান্ধব পদ্ধতি কারণ এটি কাগজের ব্যবহার কমাবে। মঙ্গলবার দুপুরে এই ডিজিটাল প্যাসেঞ্জার রিজার্ভেশন চার্ট বোর্ড এর সূচনা হয়। এদিন এই কর্মসূচির পাশাপাশি পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা হাওড়া স্টেশন কমপ্লেক্সে সারপ্রাইজ পরিদর্শন করেন। যাত্রীদের বসার ব্যবস্থা, ওয়েটিং হল, স্টেশন চত্বরের পরিচ্ছন্নতা, ফুড প্লাজা, অসংরক্ষিত টিকিট বুকিং কাউন্টার ভিজিট করে হাওড়া স্টেশনে বিভিন্ন যাত্রী সুবিধার বিষয়গুলো এদিন খতিয়ে দেখেন তিনি।