সুদীপ দাস, ১৮ অক্টোবর:- আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, স্পেন সর্বত্র বাঙালীরা প্রতিবাদ করতে নেমেছে, সেখানে বুদ্ধিজীবিরাও আছেন। কিন্তু বাঙলায় বুদ্ধিজীবিরা তো মমতাজীবি হয়ে গেছে! আমি তাঁদেরকে বলব আপনাদের সৎ বুদ্ধি হোক, সমাজে আপনাদের দরকার, দয়া করে কারোর “পা চাটা” হয়ে যাবেন না! সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের আক্রমন নিয়ে চুপ থাকা প্রসঙ্গে বাংলার বুদ্ধিজীবিদের এভাবেই আক্রমন করলেন বিজেপির রাজ্য কমিটির সহ-সভাপতি রাজু ব্যানার্জী। এদিন বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসার প্রতিবাদে চুঁচুড়ায় আয়োজিত হয় এক প্রতিবাদ মিছিল। বিজেপির হুগলী সাংগঠনিক জেলার ডাকে আয়োজিত এই মিছিল শুরু হয় জেলা অফিসের সামনে থেকে। মিছিলে ছিলেন রাজ্য কমিটির সহ-সভাপতি রাজু ব্যানার্জী, রাজ্য নেতা দীপাঞ্জন গুহ, জেলা সভাপতি গৌতম চ্যাটার্জী, যুব সভাপতি সুরেশ সাউ সহ শতাধিক কর্মীরা।
মিছিল ৩নম্বর গেট থেকে পিলপাতি হয়ে চুঁচুড়া হাসপাতাল রোড ধরে ঘড়ির মোড়ে গিয়ে সমাপ্ত হয়। সেখান থেকে এক প্রতিনিধি দল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশ্যে হুগলীর জেলাশাসককে স্মারকলিপি প্রদান করেন। এদিন বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমনের প্রতিবাদে সরব হন বিজেপি নেতৃত্বরা। রাজু ব্যানার্জী বলেন আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় দেয়। দিল্লীতে পুলিশ-জঙ্গীদের গুলিতে নিহত জঙ্গীদের বাড়িতে যান। কিন্তু নিহত পুলিশ কর্মীর বাড়িতে গেলেন না। এই রাজ্যের বর্ধমান দেখুন, ধুলাগড় দেখুন, কালিয়াচক দেখুন, ব্যান্ডেল দেখুন। সব জায়গায় বাংলাদেশীরা আশ্রয় নিচ্ছে। বাংলা উগ্রপন্থীদের জন্য “সেফ প্যাসেজ”। এখানে উগ্রপন্থীরা লাফাচ্ছে। মানুষ এর জবাব দেবে।