এই মুহূর্তে জেলা

খুলল বেলুড় মঠ।

হাওড়া , ১৭ অক্টোবর:- পুজোয় আট দিন বন্ধ থাকার পর রবিবার থেকে মঠের ভক্ত এবং সাধারণ দর্শনার্থীদের জন্য ফের খুলে দেওয়া হলো বেলুড় মঠ। আগেই জানানো হয়েছিল, ১লা অক্টোবর থেকে মঠ প্রতিদিন খোলা থাকবে সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৩টে ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত। সেই সূচি অনুযায়ী পুজোর পর এদিন থেকে মঠ ভক্ত দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। কোভিড সংক্রমণের বৃদ্ধি যাতে না হয় তার জন্য দুর্গাপুজোয় বেলুড় মঠে সাধারণের প্রবেশ এবারেও বন্ধ রাখা হয়েছিল। তবে, আসন্ন কোজাগরী লক্ষ্মীপূজা এবং কালীপূজায় বেলুড় মঠ নির্দিষ্ট সময় সূচি অনুযায়ী খোলা থাকবে বলে মঠ সূত্রের খবর। এর পাশাপাশি পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ৯ এবং ১০ নভেম্বর ছট পূজায় বেলুড় মঠ সম্পূর্ণ বন্ধ থাকবে। এখন মঠ প্রতিদিন সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৩টে ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত খোলা থাকবে। বেলুড় মঠের নির্ধারিত কোভিড বিধি মেনেই ভক্তরা মঠে প্রবেশ করবেন।