এই মুহূর্তে জেলা

পুজোর রেশ কাটতে না কাটতেই, তৃণমূল প্রার্থী সাংসদ মহুয়া মৈত্র কে নিয়ে বেরিয়ে পড়লেন পাড়ায় পাড়ায় প্রচারে

নদীয়া, ১৬ অক্টোবর:- পুজোর রেশ কাটতে না কাটতেই, শান্তিপুর বিধানসভা উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী ব্রজো কিশোর গোস্বামীর হয়ে প্রচারে এলেন সংসদ মহুয়া মৈত্র। সকাল সকাল সমগ্র হরিপুর অঞ্চল, ঘুরলেন হূড খোলা গাড়িতে স্থানীয় প্রধান উপপ্রধান এবং পঞ্চায়েত সদস্যদের নিয়ে ভোট প্রার্থনা করতে দেখা গেলো ব্রজকিশোরকে। তবে দলীয় অনেক কর্মী সমর্থক ফিরে যান সরকারি এবং নির্বাচন কমিশনের বিধি নিষেধকে মান্যতা দিতে। যে তার বিষয়ে একশো শতাংশ নিশ্চিত বলেই জানান প্রার্থী এবং নেতৃত্ব। মহুয়া মৈত্র বলেন, যার যার বুথে দায়িত্ব সে নিজের বুথেই দায়িত্ব পালন করবে, অন্যের বুথে যাবে না তাই জমায়াতের প্রশ্ন নেই।