উঃ২৪পরগনা, ১৬ অক্টোবর:- খড়দহ বিধানসভা উপনির্বাচনে ত্রিমুখী লড়াই আর এই কেন্দ্র সময়ের অপচয় করতে নারাজ কোন দলীয় প্রার্থী তাই তাই সকাল সকাল বিজেপি প্রার্থী জয় সাহা খড়দহের রহড়া গাজন তলা মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ করতে বেরিয়ে পড়লেন অভিযোগের সুরে তিনি বলেন রাস্তাঘাটের বেহাল অবস্থা জল নিকাশি ব্যবস্থা নেই যে করুণ চিত্র আজমতলা মন্দির থেকে পাতুলিয়া কোয়ার্টার ও সারদাপল্লী পর্যন্ত যে রাস্তা দেখলাম তাতে মনে হলো দীর্ঘদিন এসব রাস্তা সংস্কার হয়না এখনো অনেক জায়গায় বর্ষার জল জমে রয়েছে তাই মানুষ মনের কথা শুনতে জনসংযোগ সারলাম। তাই এই নির্বাচনে যেই জিতুক সে যেন খড়দহের মানুষের জন্য বিধানসভায় এই পরিষেবার কথা তুলে ধরতে পারে কারণ দীর্ঘদিন খড়দহের মানুষ জল নিকাশি ব্যবস্থা নিয়ে অনেক অভাব অভিযোগ করার পর ও কোন সুরাহা হয়নি।
