এই মুহূর্তে জেলা

পুজো পরিক্রমায় এসে নস্টালজিক বাদশা মৈত্র।

হুগলি, ১৪ অক্টোবর:- কলকাতা শহর ছাড়িয়ে সিঙ্গুরে পুজো পরিক্রমায় চলচিত্র ও নাট্য অভিনেতা বাদশা মৈত্র ও অর্পিতা মিত্র। নবমীর দিন সিঙ্গুরের পূর্ব গ্রীনপার্ক, সহ বেশ কয়েকটি পুজো মন্ডপ ঘুরে দেখেন। একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের তরফে পুজো উদ্যোক্তাদের হাতে মোমেন্ট তুলে দেওয়া হয়। বিশেষ নজরকাড়া সিঙ্গুরের মিলনদীপ সাঁধুখা মাঠ সার্ব্বজনীন পুজোতে এসে নস্টালজিক হয়ে পড়েন বাদশা মৈত্র। তিনি বলেন, জেলার পুজোতে আন্তরিকতা রয়েছে, সিঙ্গুরের মানুষের যে আবেগ ও ভালবাসা রয়েছে, তা পুজো মন্ডপের থিম ও পুজোর আমেজ দেখে আপ্লুত হয়েছি। পাশাপাশি অর্পিতা মৈত্র বলেন, পুজোর দিনগুলোতে শহরের পাশাপাশি গ্রামীণ এলাকায় শিক্ষার মান কে উন্নয়ন করতে এই পুজো পরিক্রমার মাধ্যমে জন সচেতনতার উদ্যোগ নেওয়া হয়েছে।