এই মুহূর্তে কলকাতা

আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে হাজিরার জন্য নোটিশ।

কলকাতা, ১৩ অক্টোবর:- ডিপার্টমেন্ট অফ পার্সোনাল এন্ড ট্রেনিং এর অধীনে থাকা তদন্ত কমিশন রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কে নতুন দিল্লিতে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে। আগামী ১৮ই অক্টোবর তাকে কমিশনের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। চলতি বছরে কলাইকুন্ডায় প্রধানমন্ত্রীর কর্মসূচিতে তৎকালীন মুখ্য সচিব হিসেবে আলাপন বন্দ্যোপাধ্যায় এর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আসা এবং প্রটোকল ভেঙে চলে যাওয়া নিয়ে কমিশন গত ১৬ই জুন আলাপন বাবুর বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল। তার ভিত্তিতেই এই হাজিরার নোটিশ বলে জানা গেছে। এর পরে ডিঅপিটি গত ৩১ শে আগস্ট প্রাক্তন আইএএস আধিকারিক বিপি শর্মা এবং ডাক বিভাগের সিনিয়র আধিকারিক আমনপ্রিত দুগ্গাল কে নিয়ে একটি তদন্ত কমিশন গঠন করে। প্রসঙ্গত আলাপন বাবু বর্তমানে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে রয়েছেন।