এই মুহূর্তে দেশ

বেনারসে ভারত সেবাশ্রমের দুর্গাপূজা।

বেনারস, ১৩ অক্টোবর:- এই উৎসব প্রসঙ্গে ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মা নন্দ জি মহারাজ বলেন স্বামী প্রণবানন্দজী মহারাজ বেনারসের ভারত সেবাশ্রম সংঘে প্রথম দুর্গাপুজোর প্রবর্তন করেন। তারপর থেকে ভারতবর্ষসহ সারা পৃথিবী জুড়ে যে যে জায়গায় ভারত সেবাশ্রম সংঘের আশ্রম রয়েছে সেসব জায়গায় মাতৃ আরধনা হয়ে আসছে।

প্রতিবছর এই বেনারস আশ্রম এ ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সংঘের স্বামীজি সন্ন্যাসিরা এসে উপনীত হন সেখানে। তারা বিভিন্ন রকম ত্রিশূল উৎসব অস্ত্র খেলা ধুনুচি নাচে অংশ নেন, এবং পুজোর এই চারটে দিন মহা উৎসবের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় বেনারসের ভারত সেবাশ্রম সংঘ। সম্পূর্ণ শাস্ত্র মতে আমাদের এই পুজো অনুষ্ঠিত হয় এবং দশমীর দিন মাকে যথাযথভাবে বরণ করে বেনারসের গঙ্গা ঘাটে বিদায় জানানো হয়।