এই মুহূর্তে জেলা

ঐতিহ্য মেনে সপ্তমীর সকালে সিঁদুর খেলার রীতি গোঘাটের লাহা বাড়িতে।

মহেশ্বর চক্রবর্তী, ১২ অক্টোবর:- সপ্তামির সকালে হুগলি জেলার অন্যতম ঐতিহ্যবাহী এবং শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পদধূলি ধন্য গোঘাটের লাহাবাড়িতে মহিলাদের সিঁদুর খেলা।প্রতি বছরের মতো এই বছরও সপ্তমির ঘট ওঠার পরেই এদিন জমিদারবাড়ির মেয়েরা সিঁদুর খেলায় মেতে ওঠেন। করোনা আবহাওয়ায় চলছে শারদ উৎসব। আকাশে বাতাসে শিউলি ফুলের গন্ধ। বনেদি জমিদার বাড়ি গুলিতে রীতিমেনেই চলছে পুজোর আয়োজন। আনুমানিক ৪৫০ বছরের পুরনো হুগলি জেলার কামারপুকুর লাহা বাড়ির দুর্গাপুজো৷ কথিত আছে ১১২৭ বঙ্গাব্দে কামারপুকুরে তৎকালীন জমিদার ধর্মদাস লাহা এক মামলার জন্য চুঁচুড়া যাচ্ছিলেন,

পথে এক চটিতে বিশ্রাম নেবার সময় তিনি স্বপ্নাদেশ পান তার বাড়ির দুর্গাপুজো বন্ধ রয়েছে তা যেন ফের শুরু করা হয়৷ পাশাপাশি মায়ের কাছ থেকে অভয় পান তিনি ওই মামলায় জয়ী হবেনই। মা দুর্গার স্বপ্ন বাস্তবে মিলেও যায়। ওই মামলায় জয়ী হয়েছিলেন ধর্মদাস লাহা৷ তিনি বাড়ি ফিরে দেখেন দুই কুমোর দুর্গা ঠাকুর তৈরি করতে বাড়িতে এসেছে, তখন তার মনে পড়ে যায় সেই স্বপ্নাদেশের কথা৷ সেই থেকে ফের শুরু হয় কামারপুকুর লাহাবাড়ির দুর্গাপুজো যা আজও চলে আসছে। শ্রী রামকৃষ্ণ দেবের পদধূলি বিজারিত এই দুর্গাপূজো দেখতে বহু পুর্নার্থীর সমাগম হয়।এদিন এই সিঁদুর খেলা দেখতে এলাকার পাশাপাশি বহু দুর দুরান্ত মানুষ ভির জমান।