এই মুহূর্তে জেলা

হুগলি জেলার সেরা পুজো কমিটি গুলির হাতে তুলে দেওয়া হলো বিশ্ব বাংলা সন্মান।

সুদীপ দাস, ১১ অক্টোবর:- বিগত বছর গুলির ন্যায় এবারেও রাজ্য সরকারের ঘোষিত “বিশ্ব বাংলা শারদ সন্মান” তুলে দেওয়া হুগলী জেলা পুজো কমিটিগুলোর হাতে। সোমবার মহাষষ্ঠীর দিন চুঁচুড়ার রবীন্দ্রভবনে আনুষ্ঠানিকভাবে পুজো কমিটিগুলির হাতে সরকারি পুরস্কারের স্বীকৃতি স্বরূপ শংসাপত্র তুলে দেওয়া হয়। সেরা মন্ডপ, সেরা পুজো, সেরা প্রতিমা ও সেরা কোভিড সচেতন পুজো এই চারটি বিভাগে জেলার মোট ৬১টি পুজোকমিটি অংশগ্রহন করে। যাদের মোট ৪টি বিভাগে মোট ১৭টি কমিটি পুরস্কৃত হয়। সেরা প্রতিমা ও সেরা মন্ডপের জন্য ২০ হাজার টাকা, সেরা কোভিড সচেতন ৩০হাজার এবং সেরা পুজোর জন্য ৫০হাজার টাকার পুরস্কার মূল্য রয়েছে।