কলকাতা, ৭ অক্টোবর:- পুজোর মরশুমে করোনা সংক্রমন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ঠেকাতে উদ্যোগী হল রাজ্য সরকার। সোমবার থেকে পুজো শুরু হচ্ছে। তার আগে আগামী পাঁচ দিনের মধ্যে যাতে ৫০ লক্ষ ভ্যাকসিন দেওয়ার কাজ শেষ করা যায় তা নিয়ে জেলাগুলিকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতর সূত্রে খবর এই মর্মে প্রত্যেকটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে প্রয়োজনীয় নির্দেশ পাঠানো হয়েছে। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ পুজো নিয়ে ১১ দফা গাইডলাইন জারি করা হয়েছে। পুষ্পাঞ্জলী থেকে শুরু করে বিস্তারিত নির্দেশ নামা দেওয়া হয়েছে ওই গাইডলাইনে। পাশাপাশি এ বছরও যেকোনো রকম পুজোর কার্নিভাল হবে না সে বিষয়েও গাইডলাইনে উল্লেখ করা হয়েছে।
তবুও পুজোর সময় মানুষের ভিড়ে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা থেকে পুরোপুরি মুক্তি পাওয়া যাচ্ছে না। রাজ্য স্বাস্থ্য দপ্তর এর পরিসংখ্যান বলছে, ৬ অক্টোবর পর্যন্ত রাজ্যের মোট ৬ কোটি ৩ লক্ষ ৭০ হাজার ২০৯ জনকে ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। যার মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪ কোটি ৩০ লাখ ৮৪ হাজার ৯০ জনকে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৭২ লক্ষ ৮৬ হাজার ১১৯ জনকে। এর মধ্যে ৬ ই অক্টোবর একদিনে ভ্যাকসিন দেওয়া হয়েছে ১০ লক্ষ ৩৮ হাজার ১৮১ জনকে। সেক্ষেত্রে আগামী ৫ দিনেও এই ৫০ লক্ষ ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শেষ করতে গেলে এই গতি বজায় রাখতে হবে বলেই মনে করছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে এই বিষয় নিয়ে আধিকারিকদের সঙ্গেও প্রয়োজনীয় বৈঠক করে তৎপর হতে হবে।