কলকাতা, ৭ অক্টোবর:- তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার প্রায় দুবছর পর আজ তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন প্রাক্তন বিধায়ক তথা বিধাননগরের মেয়র সব্যসাচি দত্ত। বিধানসভায় গিয়ে তৃণমূল কংগ্রেসের মহাসচিব ও রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও ফিরহাদ হাকিমের উপস্থিতিতে তিনি তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন।। যোগদানের পর সব্যসাচী বলেন, ভুল বোঝাবুঝির জন্য দল তিনি দল ছেড়েছিলেন। দল যে ভাবে বলবে সে ভাবেই তিনি কাজ করবেন। পার্থ চট্টোপাধ্যায় বলেন, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। দলের সমস্ত কর্মসূচিতেই তিনি থাকবেন। সব্যসাচী দত্তকে নির্দিষ্ট কোনও দায়িত্ব দেওয়া হবে কিনা তা আগামী দিনে দলে আলোচনা করে ঠিক করা হবে।
