এই মুহূর্তে কলকাতা

রাজ্য সরকারের হস্তক্ষেপে কাটছে জট স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে সামিল একাধিক সরকারি বেসরকারি ব্যাংক

কলকাতা, ৫ অক্টোবর:- রাজ্য সরকারের হস্তক্ষেপের আরও গতি পেতে চলেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প।মুখ্যসচিবের হুঁশিয়ারির পর বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংক এই প্রকল্পে ঋণ দেওয়ার ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করার ব্যাপারে উদ্যোগী হয়েছে। ফলে আগামী দিনে এই প্রকল্পের মাধ্যমে আরও বেশিসংখ্যক পড়ুয়া ব্যাংক ঋণের মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে। প্রশাসনিক সূত্রে খবর, জুলাই মাসে এই প্রকল্প চালু হওয়ার সময়তেই একটি সমবায় ব্যাঙ্ক ও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক রাজ্য সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল। আরো কিছু প্রথম সারির বেসরকারি ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত ব্যাংককে রাজ্য সরকার এই প্রকল্পের সঙ্গে যুক্ত করলেও তারা ঋণ দিতে নানারকমের টালবাহানা করছিল বলে অভিযোগ ওঠে। বহু সংখ্যক আবেদনকারীর আবেদন বাতিল করে দেওয়া হয়। এর পরেই ব্যাঙ্কগুলিকে কড়া হুঁশিয়ারি দেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

প্রয়োজনে ওই সমস্ত ব্যাংকের সঙ্গে রাজ্য সরকারের সবরকম ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দেন তিনি। এর পরেই টনক নড়ে ওইসব ব্যাংক কর্তৃপক্ষের। অর্থ দপ্তর সূত্রে খবর সম্প্রতি দুটি বেসরকারি ব্যাংক স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। চলতি সপ্তাহে আরও দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে এ ব্যাপারে অর্থ দপ্তর চুক্তি করতে পারে। সেক্ষেত্রে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের ঋণের পরিমাণ আরও অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে।ইতিমধ্যেই এক লক্ষেরও বেশি পড়ুয়া স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে উচ্চশিক্ষার জন্য ঋণের আবেদন জানিয়েছেন।ইতিমধ্যেই হাজার খানেক পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ৪০ কোটি টাকারও বেশি ঋণ দেওয়া হয়েছে। খুব শীঘ্রই আরও হাজার তিনেক আবেদন মঞ্জুর হয়ে যাবে বলে জানা যাচ্ছে।