এই মুহূর্তে জেলা

বৃষ্টি থামতেই হাওড়ায় রাস্তা সংস্কারের কাজে নামল পুরনিগম।

হাওড়া, ৪ অক্টোবর:- নিম্নচাপ সরতেই বৃষ্টি থেমেছে। জমা জলও নেমেছে বেশিরভাগ এলাকা থেকেই। এবার তাই ভাঙাচোরা খানা খন্দভরা রাস্তার সংস্কারের কাজে হাত দিলো হাওড়া পুরনিগম। পুজোর আগেই চলতি সপ্তাহের মধ্যে সেই কাজ শেষ করতে উদ্যোগী তারা। ইতিমধ্যেই সারারাত কাজ চলছে। রবিবার রাতে সেই কাজ খতিয়ে দেখতে হাওড়ার ড্রেনেজ ক্যানেল রোড, চ্যাটার্জিপাড়া, পঞ্চাননতলা, ডবসন রোড সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন পুর আধিকারিকরা। প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান ডাঃ সুজয় চক্রবর্তী, কমিশনার ধবল জৈন, ভাইস চেয়ারম্যান দেবাংশু দাস সহ অন্যান্য আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা রাস্তার কাজ ঘুরে দেখেন। চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানান, বেশিরভাগ রাস্তা থেকেই বৃষ্টির জমা জল নেমে গেছে। সেখানে রাস্তা সংস্কারের কাজ চলছে। যেখানে এখনও জল নামেনি সেখানে জেড সেকশানের মাধ্যমে জমা জল বের করা হচ্ছে। জল নেমে গেলেই সেখানেও রাস্তা মেরামতি করা হবে।