এই মুহূর্তে জেলা

বন্যার কষ্ট ভুলে নেত্রীর জয়ে বাঁধভাঙা উচ্ছাস খানাকুলে।

আরামবাগ, ৩ অক্টোবর:- ভয়াবহ বন্যার কবলে আরামবাগ।জল বন্দী অবস্থায় রয়েছে মানুষ জন। চারিদিকে শুধু জল আর জল। এই রখম এক পরিস্থিতিতে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের খবর ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে। ভবানীপুর উপনির্বাচনে তৃনমুল কংগ্রেসের প্রার্থী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থীসহ বিরোধী দলকে হারিয়ে জয়লাভ করেন। সেই খবর জানতে পেরেই খানাকুলের তাঁতিশাল অঞ্চলের উদনা গ্রামের জলবন্দি মানুষের মন ছটফট করে ওঠে। নেত্রীর জয়ের খবর পেয়ে আর কি ঘরে বসে থাকা যায়। খবর যায় খানাকুলের তৃনমুলের যুব নেতা সেখ সাকিমের কাছে।খবর পেয়েই কর্মীদের সঙ্গে জয়ের আনন্দ ভাগ করে নিতে তিনি যোগার করে নেন জলযান। নৌকা নিয়েই বেড়িয়ে পড়েন তারা। মুন্ডেশ্বরি নদীতে তৃনমুল কর্মীদের সঙ্গে নিয়ে নৌকা করে চলে সবুজ আবীর খেলা।

চলে মিষ্টি মুখ। এলাকার জলবন্দী মানুষদের খাবার পৌঁছে দেওয়ার কাজ। মানবসেবাকে সামনে রেখে নেত্রীর জয়ের আনন্দ এই ভাবেই ভাগ করে নেন তৃনমুল যুব নেতা সেখ সাকিম। বন্যা পরিস্থিতিতে নৌকা করে একদিকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটে জেতার আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি বন্যা দুর্গত মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। এই বিষয়ে খানাকুলের যুব তৃনমুল কংগ্রেসের নেতা সেখ সাকিম পরিস্কার ভাবে জানান, বন্যার সময় বিজেপি বিধায়কদের দেখা যাচ্ছে না।কিন্তু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃনমুল কর্মীরা মানুষের পাশে আছে। এটাই তৃনমুল। এটাই তৃনমুল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ। আমরা সেই আদর্শ নিয়ে দল করি।সব মিলিয়ে এদিন তৃনমুল নেতার এই নীতিবোধের প্রশংসা করে এলাকার মানুষ।