কলকাতা, ২ সেপ্টেম্বর:- রাজ্যে আসন্ন চারটি বিধানসভা আসনে উপ-নির্বাচনের জন্য আদর্শ আচরণবিধি জারি থাকায় রাজ্য সরকার সংশ্লিষ্ট জেলাগুলিতে লক্ষীর ভান্ডার প্রকল্পে সুবিধা ভোগীদের কোন অনুদান না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে সাংবাদিকদের বলেন নিয়ম মেনেই দুই চব্বিশ পরগনা, নদীয়া এবং কোচবিহার জেলায় এই প্রকল্পের অনুদান এখনই দেওয়া হবে না। নির্বাচন প্রক্রিয়া শেষ হলে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের অনুদান একসঙ্গে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। উল্লেখ্য আগামী তিরিশে অক্টোবর উত্তর ২৪ পরগনা খরদা, দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, নদীয়ার শান্তিপুর এবং কোচবিহারের দিনহাটা কেন্দ্রে ভোট রয়েছে। তবে নির্বাচন থাকলেও পুজো অনুদান বাবদ ক্লাবগুলোকে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার ক্ষেত্রে কমিশন ছাড়পত্র দেওয়ায় পুজোর আগেই তা দিয়ে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানান।










