এই মুহূর্তে জেলা

জল ও বিদ্যুতের দাবিতে পথ অবরোধ আরামবাগে।

আরামবাগ , ২ অক্টোবর: জল ও বিদ্যুতের দাবীতে ব্যাপক বিক্ষোভ ও পথঅবোরধ আদিবাসীদের।আদিবাসী মানুষের দাবী,তিনদিন জলে ডুবে ছিলো এলাকা। একদিন পানীয় জল পাওয়া গেলেও এখনও পযন্ত কোনও জল ও বিদ্যুৎ নেই। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের গির্জাতলায়। এদিন সন্ধ্যাবেলা গির্জাতলা এলাকায় হঠাৎ জল ও বিদ্যুৎতের দাবীতে এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ বিক্ষোভ শুরু করে।তাদের অভিযোগ, গত তিন ধরে এলাকায় কোনও বিদ্যুৎ নেই। পাশাপাশি একদিন স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে একদিন পানীয় জল দিলেও দুই কোনও পানীয় জল নেই। স্থানীয় সুত্রে জানা গেছে, আরামবাগের পার্বতীচকে ১৩০ টি পরিবার বাস করে। ২০২১ সালের ভয়ঙ্কর বন্যা প্লাবিত হয় পার্বতী চক।

অসহায় আদিবাসী মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় এসে আশ্রয় নেয়। এই রখম এক পরিস্থিতিতে ছোট ছোট শিশুদের নিয়ে খোলা আকাশের নীচে থাকেন তারা। এই বিষয়ে একজন আদিবাসী যুবক জানান, এই বিক্ষোভের একমাত্র কারন বন্যা পরিস্থিতি দরিদ্র আদিবাসী মানুষ যাতে জল ও বিদ্যুৎ পায়।শিশিরে হাত থেকে শিশুদের বাঁচাতে যেন প্রশাসনের তরফ থেকে ত্রিপল দেওয়া হয়।অন্যদিকে আদিবাসী এক গৃহবধু জানান, তিন বন্যা হয়েছে। জল নেই। খাবার নেই। প্রশাসনের কাছে অনুরোধ জল ও খাবারের ব্যবস্থা করা হোক।পাশাপাশি আর একজন গৃহবধি বলেন, বন্যার পর থেকে খেতে পায়নি। জল নেই। তাই পথ অবোরধ চলছে। যদিও এই পথ অবোরধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আরামবাগ থানার পুলিশ। অবশেষে প্রশাসনের পথ অবোরধ ওঠে।