কলকাতা, ২ অক্টোবর:- পরিবেশ দূষণ রোধে নিউটাউন কলকাতা উন্নয়ন কতৃপক্ষ বা এন কে ডি এর অভিনব উদ্যোগ। এন কি ডি এর পক্ষ থেকে এ বছরে ষষ্ঠীর সকালে সাইকেলে করে পুজো পরিক্রমার বন্দোবস্ত করা হয়েছে। ঐদিন সকাল আটটা থেকে নিউ টাউন বিশ্ব বাংলা গেট থেকে সাইকেলে করে দর্শনার্থীদের বিধাননগরের বিভিন্ন নামকরা পুজো দর্শনের ব্যবস্থা করা হয়েছে বলে সংস্থার চেয়ারম্যান দেবাশিষ সেন জানিয়েছেন। এন কে ডি এর উদ্যোগে মোবাইল এপ্লিকেশন নির্ভর ইলেকট্রিক সাইকেলের পাশাপাশি দর্শনার্থীরা নিজেদের বাড়ির সাইকেলে চেপেও প্রতিমা দর্শন করতে পারবেন। সল্টলেকের বিভিন্ন পুজো মণ্ডপের প্রতিমা দর্শন করানোর জন্য গাইড থাকবেন। বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকার পুজো কমিটিগুলো নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয় বিধাননগর পুলিশের পক্ষ থেকে।
নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগর পুলিশের পুলিশ কমিশনার সুপ্রতীম সরকার, বিভিন্ন থানার আই সি, দমকল মন্ত্রী সুজিত বসু, সি ই এস সির আধিকারিক, এন কে ডি এর চেয়ারম্যান দেবাশিস সেন সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। এদিন ২০২১ সালের পুজোর নিয়মাবলী প্রতিটি পুজো কমিটির কাছে পুলিশের পক্ষ থেকে তুলে দেওয়া হয়। এছাড়াও গত বছরের পুজোর বড় বাজেট থেকে ছোট বাজেটের পুজো সকলকেই পুরস্কার দেওয়া হয়। এছাড়াও এই বছর ষষ্ঠীর দিন (১০ তারিখ) সাইকেলে পুজো পরিক্রমার ব্যবস্থা করা হয়েছে বলে জানান এনকেডিএ চেয়ারম্যান দেবাশিস সেন। প্রসঙ্গত, এই দিনের অনুষ্ঠান থেকে বিধাননগরবাসীদের জন্যে আস্থা অ্যাপ চালু করল বিধাননগর পুলিশ। বিধাননগর পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার বলেন, এই আস্থা অ্যাপের মাধ্যমে বিধাননগরের বিভিন্ন বাড়ির ভাড়ার ডিটেলস যেমন জমা করা যাবে তেমনি বিধাননগরে যেকোনও বিপদে পড়লে থাকছে প্যানিক বোতাম টিপে পুলিশি সহায়তা নেওয়ার সুযোগ৷