এই মুহূর্তে জেলা

এটা ম্যান মেড বন্যা নয় , এটা সি মেড ফ্লাড – রাহুল সিনহা।

সুদীপ দাস, ২ অক্টোবর:- আমরা আশাবাদী আছি, নিশ্চিযতভাবে বলতে পারতাম যে আমরাই জিতছি। কিন্তু সেই জায়গাটা একটু দেখতে হবে কারন প্রচুর ফলস্ ভোট পরেছে এবং বুথ দখল হয়েছে। ভবানিপুরের উপনির্বাচন নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। শনিবার গান্ধিজির জন্মদিবসকে সামনে রেখে বিজেপির স্বচ্ছ ভারত অভিযান উপলক্ষে চুঁচুড়ায় এসে এ কথা বললেন তিনি। এদিন চুঁচুড়ার বকুলতলা ঘাটে ঝাঁড়ু দেন। এরপর পিপুলপাতি মোড়ে স্বামী বিবেকানন্দ ও হুগলী মোড়ে গান্ধীজির মূর্তিতে মাল্যদান করেন। এখন গান্ধিজির জন্মদিন উপলক্ষে চুঁচুড়ার খাদিতে কেনাকাটা করতে যান। এরপর হুগলিতে বিজেপির দলীয় কার্যালয়ে এসে সাংবাদিক বৈঠক করেন রাহুল সিনহা। সাংবাদিক বৈঠকে রাহুলবাবু বলেন অহেতুক, অযৌক্তিকভাবে এক মাসে রাজ্যে দুটি উপ-নির্বাচন হচ্ছে।

দুর্গা পুজোর মরসুমে ভোট করছে নির্বাচন কমিশন। অথচ শুক্রবারই হাই কোর্ট পুজো নিয়ে রায় দেয়েছে। যেখানে বলা হয়েছে মানুষ মন্ডপের ভিতরে ঢুকতে পারবে না। অথচ একই মাসে মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেবে? পাশাপাশি মুখ্যমন্ত্রীর করা মন্তব্য “ম্যান মেড বন্যা”কে কটাক্ষ করে বলেন “সি মেড ফ্লাড”। কারন ভোটের তাগিদে মুখ্যমন্ত্রী অতিবৃষ্টির মোকাবিলার কথা ভূলে গিয়েছিলেন। তিনি এদিন বন্যা মোকাবিলায় সর্বদলীয় ত্রান কমিটি গঠন করার দাবী জানান। তিনি বলেন আমি মুখ্যমন্ত্রীকে আহ্বান জানাচ্ছি আসুন রাজনীতি ভুলে সকলে মিলে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াই। যাতে বন্যা দূর্গতদের মুখেও পুজোতে হাসি ফুটুক। বিজেপি নেতাদের দলবদল প্রসঙ্গে রাহুল সিনহা বলেন যারা আসল বিজেপি করে তারা বিজেপিতেই থাকবে। ২/৫জন দল বদল করলে বিজেপির কোন ক্ষতি হবে না। করোনা আবহে মিটলেই বিজেপি দল আনার স্বমহিমায় ফিরে আসবে।