এই মুহূর্তে জেলা

রাজ্যকে না জানিয়ে জলাধারগুলি বারবার জল ছাড়ায় আরামবাগে এসে ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ ওগড়ালেন মুখ্যমন্ত্রী।

আরামবাগ, ২ অক্টোবর: আরামবাগ মহকুমার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত জলাধার গুলির বিরুদ্ধে তোপ দাগেন। রাজ্য সরকারকে না জানিয়ে জল ছাড়ার জন্য জলাধার কর্তৃপক্ষগুলির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তিনি নাম না করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে না জানিয়ে জল ছাড়া নিয়ে ক্ষোভ উগড়ে দেন। তিনি বলেন, আগুনের পর আগুন। জলের ওপর জল ছাড়ছে। সম্পুর্নভাবে রাজ্য সরকারকে না জানিয়ে। ৩০ শে সেপ্টেম্বর হঠাৎ না বলে বারোটার সময় পাঞ্চেত ও মাইথন থেকে ৪৯ হাজার কিউসেক জল ছাড়লো। বছরে চার বার করে জল আসছে।

সব টাকা জলে চলে যাচ্ছে। এই রখম চলতে থাকলে আমরা ডিভিসির কাছ থেকে ক্ষতিপুরন চাইতে বাধ্য হবো। এই ভাবে তিনি ডিভিসি ও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। পাশাপাশি তিনি বন্যা পরিদর্শনের পর হেলিকপ্টারে করে চলে যাওয়ার পরই আরামবাগে ক্ষোভে ফেটে পড়ে বন্যা দুর্গত মানুষেরা। তাদের দাবী মুখ্যমন্ত্রীকে আমরা ভালোবাসি। কিন্তু ওনার উচিত ছিলো বন্যা দুর্গত মানুষের সাথে কথা বলার। স্থানীয় তৃনমুল নেতৃত্বের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন। আসলে আরামবাগের বন্যা দুর্গত এলাকায় না যাওয়ায় ক্ষোভ স্থানীয়দের। মুলত স্থানীয় তৃনমুল নেতৃত্বের ওপর ক্ষোভ প্রকাশ করে তারা। নদী বাঁধ এলাকার মানুষ দাবী, তাদের সঙ্গে কথা না বলেই চলে গেলেন মুখ্যমন্ত্রী। অথচ তারা কত কষ্টে আছে তা দেখার প্রয়োজন ছিলো।