এই মুহূর্তে কলকাতা

ফের বন্যার ভ্রুকুটি রাজ্যে পরিস্থিতি মোকাবিলায় নামছে সেনা।

কলকাতা, ৩০ সেপ্টেম্বর:- ডিভিসির ছাড়া জলে ফের প্লাবনের আশঙ্কা রাজ্যে। সম্প্রতি নিজেদের বিভিন্ন বাঁধ থেকে ১ লক্ষ কিউসেক জল ছেড়েছে ডি ভি সি। এর ফলে ফলে বাঁকুড়া পশ্চিম বর্ধমান হুগলি হাওড়া ইত্যাদি জেলার বিস্তির্ণ এলাকায় নতুন করে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কোমর বাধছেঁ রাজ্য সরকার সেনা বাহিনীরও সাহায্য চাওয়া হয়েছে। ত্রাণ ও উদ্ধার কাজের জন্য সেনা মোতায়েন করা হয়েছে মোট ৮ কোম্পানির এর মধ্যে পশ্চিম বর্ধমানে ৩ কলম হুগলিতে ৩ কলম এবং হাওড়াতে ২ কলম সেনা নামানো হচ্ছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এদিন সংশ্লিষ্ট জেলা প্রশাসন গুলির সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সেই মত, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ৩ লক্ষের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

বন্যার আশঙ্কা থাকা এলাকায় ১২ টিএনডিআরএফ টিম এবং আরও এসডিআরএফ টিম মোতায়েন করা হয়েছে। পাশের জেলা গুলি থেকে নৌকা এনে ওইসব এলাকায় পাঠানো হচ্ছে উদ্ধারকাজের জন্য। সেচ দপ্তর কে কাজে লাগানো হয়েছে বাঁধ মেরামতির জন্য। সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, ‘বাঁধ গুলো থেকে যে হারে জল ছাড়া হচ্ছে তাতে আগামী ২৪ ঘন্টার মধ্যে নিম্ন দামোদর অববাহিকা এবং পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা বন্যাকবলিত হয়ে পড়বে। যদি আরও বৃষ্টি হয় তাহলে পরিস্থিতি ভয়ানক হয়ে উঠবে। পুজোর আগে এই পরিস্থিতি নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। বাঁধগুলো যাতে অক্ষত থাকে তার জন্য আমার দপ্তরকে দিনরাত নজরদারি চালাতে বলেছি। দপ্তরের আধিকারিক থেকে সাধারণ কর্মী প্রত্যেকের ছুটি বাতিল করা হয়েছে কন্ট্রোলরুম ২৪ ঘন্টা খোলা থাকছে। আমি নিজেও পরিস্থিতির ওপর নজর রাখছি।’