এই মুহূর্তে জেলা

আরামবাগ মহকুমার গ্রামীন অঞ্চল নয় , এবারে ভয়াবহ বন্যা পরিস্থিতি আরামবাগ শহরেও।


আরামবাগ , ৩০ সেপ্টেম্বর:- এবার আর শুধু হুগলীর আরামবাগ মহকুমার গ্রামীন অঞ্চল নয়, এবারে ভয়াবহ বন্যা পরিস্থিতি আরামবাগ শহরেও। বৃহস্পতিবার বাঁধ ভেঙে সকাল থেকেই আরামবাগের খানাকুল সহ বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। সেদিকে যখন আরামবাগ মহকুমা প্রশাসন উদ্ধারের কাজ চালায় ঠিক তখনই আরামবাগ শহরেও বাঁধ ভেঙে জল ঢোকা শুরু হয়। কংসাবতীর ভয়াল গ্রাসে এখন সন্ধিহান আরামবাগবাসী। একে তো প্রবল বৃষ্টি, তার উপর ডিবিসি বৃহস্পতিবার দু লক্ষ একুশ হাজার একশো ছিয়াত্তর হাজার কিউসেকের উপর জল ছাড়ায় পরিস্থিতি আরও ভয়াবহের সম্মুখীন। আগামিকাল সকালের মধ্যে গোটা আরামবাগ মহকুমা বানভাসী হবে ধরে নিয়েই উদ্ধারকার্য চালাচ্ছে প্রাশাসন।

এবার আর শুধু হুগলীর আরামবাগ মহকুমার গ্রামীন অঞ্চল নয়, এবারে ভয়াবহ বন্যা পরিস্থিতি আরামবাগ শহরেও। বৃহস্পতিবার বাঁধ ভেঙে সকাল থেকেই আরামবাগের খানাকুল সহ বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। সেদিকে যখন আরামবাগ মহকুমা প্রশাসন উদ্ধারের কাজ চালায় ঠিক তখনই আরামবাগ শহরেও বাঁধ ভেঙে জল ঢোকা শুরু হয়। কংসাবতীর ভয়াল গ্রাসে এখন সন্ধিহান আরামবাগবাসী। একে তো প্রবল বৃষ্টি, তার উপর ডিবিসি বৃহস্পতিবার দু লক্ষ একুশ হাজার একশো ছিয়াত্তর হাজার কিউসেকের উপর জল ছাড়ায় পরিস্থিতি আরও ভয়াবহের সম্মুখীন। আগামিকাল সকালের মধ্যে গোটা আরামবাগ মহকুমা বানভাসী হবে ধরে নিয়েই উদ্ধারকার্য চালাচ্ছে প্রাশাসন। হুগলী জেলা প্রশাসনের পক্ষ থেকে আরামবাগ মহকুমার বন্যা মোকাবিলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের নাম্বার 8100106029।