কলকাতা, ২৮ সেপ্টেম্বর:- রাজ্যের শহরাঞ্চল গুলিতে জল জমার সমস্যার হাত থেকে রেহাই পেতে রাজ্য সরকার ৭৫ মাইক্রোনের নিচে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করছে। আগামী ১ অক্টবর থেকেই এই নির্দেশিকা কার্যকর করার জন্য পুরসভা গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। এই মর্মে মুখ্যসচিবের জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে ১ অক্টোবর থেকে ৭৫ মাইক্রৈনের নিচে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করা হচ্ছে। পুর এলাকায় কোনো বাজার অথবা দোকানে ৭৫ মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার হলে তার দায় সংশ্লিষ্ট পুরসভা কে নিতে হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে। সেক্ষেত্রে নিয়ম মানা না হলে ২০০০ টাকা পর্যন্ত জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।
এরই সঙ্গে জানানো হয়েছে কোন পুরসভা যদি এই নিয়ম কার্যকর করতে ব্যর্থ হয় তাহলে তাদেরকেও শাস্তির মুখে পড়তে হবে। এর আগে ৫০ মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। গত সপ্তাহের বৃষ্টিতে শহরে দেখা গেছে জল যন্ত্রণার চিত্র। বিভিন্ন জায়গায় জমা জলে দুর্ভোগে পড়েছেন শহরের মানুষ। এই অবস্থায় বিধাননগরে গালিপিট পরিষ্কার করতে গিয়ে পৌরসভা দেখেছে প্লাস্টিক বোতল, নির্মাণ সামগ্রী, টায়ার সহ অন্যান্য বহু জিনিস জমে থাকার ফলে বৃষ্টির জল বেরোনর ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এর ফলে অল্প বৃষ্টিতেই সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ।