এই মুহূর্তে কলকাতা

বন্ধ চা বাগানের বাগিচা শ্রমিকদের এক মাসের অতিরিক্ত অনুদান ফাওলাই দেবার সিদ্ধান্ত রাজ্যের।

কলকাতা, ২৮ সেপ্টেম্বর:- রাজ্য সরকার উত্তরবঙ্গের বন্ধ থাকা বারোটি চা বাগানের বাগিচা শ্রমিকদের পুজো অনুদান বাবদ এক মাসের অতিরিক্ত আর্থিক অনুদান ফাওলাই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ডুয়ার্সের রেডব্যাংক, সুরেন্দ্রনগর, বান্দাপানি, রায়পুরের মতো আটটি এবং দার্জিলিং পাহাড়ের কলেজ ভ্যালি, পানিঘাটা, ধতরিয়া এবং পেশোক এই চারটি বাগান রয়েছে। এর ফলে বাগানগুলোতে কর্মরত প্রায় সাড়ে সাত হাজার শ্রমিক উপকৃত হবেন বলে শ্রমদপ্তর সূত্রে জানা গিয়েছে।

উল্লেখ্য বন্ধ থাকা চা বাগানের শ্রমিকদের রাজ্য সরকার বিশেষ আর্থিক সহায়তা ফাওলাই হিসাবে প্রতি মাসে দেড় হাজার টাকা করে অনুদান দেয়। এইদিকে তরাই এবং ডুয়ার্সের ১৮১ টি চা বাগানের শ্রমিকদের চুক্তি অনুযায়ী পুজো বোনাস দেওয়ার কাজ শুরু হলেও পাহাড়ের আশিটিরও বেশি বাগানে কর্মরত শ্রমিকদের বোনাস চুক্তি এখনো সম্পূর্ণ না হওয়ায় কর্মীদের মধ্যে অসন্তোষ বাড়ছে বলে জানা গিয়েছে।