এই মুহূর্তে জেলা

নিজের জমিতে রাস্তা তৈরিতে বাঁধা , বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ঘরবন্দি করে দেওয়া হলো পরিবারটি কে।

মাথাভাঙ্গা, ২৮ সেপ্টেম্বর:- বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েত প্রধান মহাদেব বিশ্বাস বুথে কলি যুগেও যেন মধ্যে যুগের বর্বরতা ঠিক যেন তালিবানি বা সমাজ শাসন ব্যবস্থার আদব কায়দায় এক ঘরে করে বাঁশের বেরিগেট দিয়ে রাস্তা বন্ধ করে রাখা হল নিত্যলাল সরকার নামে এক দিন মজুর পরিবারকে। জানাযায় ১০০ দিনের কাজের রাস্তা নিয়ে জমি সংক্রান্ত বিবাদ জেরে, মুষ্টিমেয় কয়েক জন দাদাগিরি দেখিয়ে, বাড়ি চারপাশে বাঁশ বেঁধে তাদের রাস্তা বন্ধ করে দেওয়া পাশাপাশি তাদের পরিবারের তিন ভাই বাড়ি একই ভাবে বাঁশের বেরিগেট দিয়ে বন্ধি করে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ২ নং ব্লকের বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েতের ২/৩৩ নং বুথের পশ্চিম সিঙ্গিজানি কালি বাড়ি এলাকায়।

জানা যায় নিত্যলাল সরকারের বাড়ির পাশ দিয়ে প্রায় ৩০০ মিটার কাঁচা রাস্তা তৈরি হবে ১০০ দিনের রাস্তা মাধ্যমে। সেখানে নিত্যলাল সরকার জমি উপর দিয়ে সেই রাস্তা তৈরি হবে বলে স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়। অপরদিকে জমির মালিক নিত্যলাল সরকার অভিযোগ সেই রাস্তাটি জমির এক পাশ দিয়ে করা হোক। কিন্তু নেই আবেদন মানতে নকরাজ স্থানীয় একাংশ নেতৃত্ব বলে অভিযোগ। তাদের দাবি রাস্তা জমি মাঝখান দিয়ে হবে। পরবর্তী রাস্তা কাজ বন্ধ হয়ে গেলে, নিত্যলাল সরকারকে এক ঘরে করে বাড়ি চারপাশে বাঁশের বেরিগেট দিয়ে বন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ। এবিষয় ২/৩৩ নং বুথের স্থানীয় প্রশাসন অর্থাৎ গ্রাম পঞ্চায়েত প্রধান মহাদেব বিশ্বাস জানান বিষয় টি সরজমিনে খতিয়ে দেখা হবে।