এই মুহূর্তে জেলা

ভোগান্তি অব্যাহত। ট্রেন চলাচলেও প্রভাব।

হাওড়া, ২১ সেপ্টেম্বর:- দফায় দফায় প্রবল বর্ষণের জেরে জলমগ্ন হাওড়া টিকিয়াপাড়া কারশেড। ব্যাহত ট্রেন চলাচল। অতিরিক্ত বৃষ্টির ফলে টিকিয়াপাড়া কারশেড সংলগ্ন এলাকায় জল জমে যাওয়ায় রেল লাইনে জল জমে যায়। ফলে লোকাল, মেল এবং এক্সপ্রেস ট্রেন নির্ধারিত গতির কম গতিতে যাতায়াত করছে। পূর্ব রেল সূত্রে খবর, এখনও পর্যন্ত হাওড়া মালদা স্পেশাল ট্রেনটিকে নির্ধারিত সময়ের দেরিতে ছাড়া হবে। এছাড়াও দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত ঢুকবে অথবা ওই স্টেশন থেকে ছাড়বে। পূর্ব রেল থেকে জানানো হয়েছে কারশেডে একাধিক পাম্প চালিয়ে বৃষ্টির জমা জল নামানোর কাজ চলছে।