এই মুহূর্তে জেলা

ঢাকে কাঠি পড়তে আর একমাস বাকি নেই। চুঁচুড়ার ত্রি-মাতৃ শক্তি সংঘের দূর্গ্গা আরাধনায় সাজো-সাজো রব।

সুদীপ দাস, ২০ সেপ্টেম্বর:- হুগলীর চুঁচুড়া কামারপাড়াতে ত্রি-মাতৃ শক্তি সংঘের পরিচালনায় উত্তরাঞ্চলের দুর্গাপূজা এবছর প্রাক রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করতে চলেছে। এবছরের থিম “এক চিলতে একটি ছোট্ট গ্রাম”। যেখানে শহরের রাস্তা-ঘাট সহ সমস্ত কিছুই কোলাহল মুখরিত হয়ে ভরে যাচ্ছে ইট বালি কাঠ কংক্রিটের বহুতল বাড়ির চাদরে, সেখানে বর্তমানের এই প্রজন্মকে গ্রামের শান্ত স্নিগ্ধ পরিবেশ কেমন হয়, তা দেখাতেই তাদের এই প্রয়াস। পূজা কমিটির প্রধাণ উদ্দেশ্য হল গ্রাম্য পরিবেশকে তুলে ধরে সাধারণ মানুষের মধ্যে সচেতন বৃদ্ধি করা। বর্তমানের এই অতিমারীর সংকটময় কালে সরকারী সমস্ত রকম স্বাস্থ্য বিধি মেনেই এই পূজানুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানালেন পূজা কমিটির সদস্যরা।

পাশাপাশি তাঁরা বলেন টানা দু’বছর কোভিড সংকট তাই এবছর বাজেট কমাতে আমরা ক্লাব সদস্যরা নিজেরাই মন্ডপ তৈরীতে হাত লাগিয়েছে। ক্লাবের কমবেশী ১৫জন সদস্য দিনরাত এক করে কাজ করে চলেছেন। বাঁশ, খড়, মাটি, চট প্রভৃতি দিয়ে চলছে কাজ। মন্ডপের সাথে সামঞ্জস্য রেখে প্রতিমা সম্পূর্ন সাবেকি। সদস্যদের বক্তব্য এবার কোন শিল্পী বা ডেকরেটরকে দিয়ে কাজ করানো হচ্ছে না। নিজেরাই কাজ করছি। ফলে বাজেট অনেকটাই সাশ্রয় হয়েছে। পাশাপাশি নিজেরা সেই কাজকে আলাদাভাবে উপভোগও করছেন। নিজেদের হাতের কাজের মধ্য দিয়ে তাঁরা দর্শকদের মন জয় করতে পারবেন বলেই দাবী উদ্যোক্তাদের। রাজ্য সরকারের অনুদান পেয়ে খুশি উদ্যোক্তারা।