হাওড়ার, ১৯ সেপ্টেম্বর:- লিলুয়ায় স্বামীর অস্বাভাবিক রহস্য মৃত্যুর ঘটনায় স্ত্রী ও তাঁর প্রেমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলো পুলিশ। গলায় দড়ির ফাঁস লাগিয়ে তাঁর স্বামী আত্মহত্যার চেষ্টা করেন বলে স্ত্রী দাবি করলেও প্রতিবেশী থেকে শুরু করে মৃতের পরিবারের দাবি স্ত্রী ও তাঁর প্রেমিক মিলেই হত্যা করেছেন সঞ্জয় হাজরা (২৭) নামের ওই যুবককে। পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় লিলুয়া আনন্দনগর সুকান্তপল্লীর বাসিন্দা সঞ্জয় হাজরাকে প্রতিবেশীরা রহস্যজনক পরিস্থিতিতে আহত অবস্থায় দেখতে পান। তার স্ত্রী মৌসুমী হাজরা তাদের জানান যে সঞ্জয় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।
অন্যদিকে প্রতিবেশীরা দাবি করেন যে সঞ্জয়কে স্ত্রী এবং তাঁর প্রেমিক বিজয় দাস ওরফে বিরজু খুন করেছে। পুলিশ জানিয়েছে, সঞ্জয় হাজরাকে রাতে মৌসুমী হাজরা এবং বিজয় দাস হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে সঞ্জয়কে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় মৌসুমী হাজরা এবং বিজয় দাস দুজনকেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, হাওড়ার লিলুয়ার আনন্দনগরের বাসিন্দা সঞ্জয় হাজরার স্ত্রী মৌসুমীর সঙ্গে পাশের বাড়ির বিরজু দাসের দীর্ঘদিন ধরেই অবৈধ সম্পর্ক ছিল। সেই অবৈধ সম্পর্কের কথা সঞ্জয়বাবু জেনে যাওয়াতেই স্ত্রী মৌসুমী হাজরা এবং তাঁর প্রেমিক বিরজু মিলে সঞ্জয়কে খুন করেন। এই ঘটনার কথা জানাজানি হলে বিরজু এবং মৌসুমী দুজনে মিলে সঞ্জয়ের দেহ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায়।