এই মুহূর্তে জেলা

বিশ্বকর্মা পুজোর রাতে বাড়ি থেকে ডেকে এনে খুন। দেহ মিললো খালে।

হাওড়া, ১৮ সেপ্টেম্বর:- শুক্রবার বিশ্বকর্মা পুজোর রাতে বাড়ি থেকে ডেকে এনে খুন এক যুবককে। মৃতের দেহ মেলে খালে। চাঞ্চল্য হাওড়ার সাঁকরাইলের মানিকপুরে। আর ঘরে ফেরা হলনা কার্তিক মণ্ডলের ( ৩০)। সাঁকরাইলের সারেঙ্গা আগার খালে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল। পরিবার ও এলাকাবাসীর সন্দেহ খুন করে দেহ ফেলে দেওয়া হয় খালে। ঘটনার তদন্তে নেমেছে মানিকপুর ফাঁড়ি ও সাঁকরাইল থানার পুলিশ।