খানাকুল , ১৮ সেপ্টেম্বর:- খানাকুলের প্লাবিত এলাকার মানুষ আশ্রয় নিতে শুরু করেছে ত্রাণ শিবিরে। নতুন করে নিম্নচাপের জেড়ে বৃষ্টিপাত হওয়ায় আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় রাজ্যের বেশ কয়েকটি জেলায়। হুগলির খানাকুলে নতুন করে নদীর জল ভাঙ্গা বাঁধ দিয়ে গ্রামে প্রবেশ করে প্লাবিত করে বিস্তৃতন এলাকায়। আতঙ্কে ঘর ছেড়ে আবার ত্রান শিবিরে আশ্রয় নিতে শুরু করেছে বহু পরিবার। খানাকুলের ধান্য নগরী এলাকার একটি স্কুল বাড়িতে একটি ত্রাণ শিবির খোলে প্রশাসন। সেখানে ২৫ থেকে ২৬ টি পরিবার আশ্রয় গ্রহন করে।
জানা গেছে নদীর বাঁধ ভেঙে যেখানে যেখানে হানা পড়েছে সেই সব জায়গা দিয়ে হু হু করে বন্যার জল প্রবেশ করে প্লাবিত করছে।এই বিষয়ে ত্রান শিবিরে আশ্রয় নেওয়ায় এক যুবক জানায় নতুন করে গ্রাম প্লাবিত হওয়ায় প্রশাসনের সহযোগীতায় আবারও ত্রান শিবিরে আশ্রয় নিতে হলো। খানাকুল নতুন করে প্লাবিত হওয়ায় বিধায়ক সুশান্ত ঘোষ প্লাবিত এলাকায় পরিদর্শন করেন শুক্রবার। তিনি বাঁধ মেরামত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।শেষ খবর পাওয়া পযন্ত এদিন খানাকুলের বেশ কয়েকটি এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন হয়ে পড়েছে। রাস্তার ধারে সারি সারি দিয়ে বাস দাঁড়িয়ে আছে।তবে আবার খানাকুল বন্য পরিস্থিতি সৃষ্টি হওয়ায় আতঙ্কে দিন কাটছে এলাকার মানুষের।