হাওড়া, ১৮ সেপ্টেম্বর:- হাওড়ার মালিপাঁচঘড়ায় পুরনো বাড়ির পাঁচিল ধসে বিপত্তি। ধ্বংসস্তুপের নিচে আটকে পড়েন এক ব্যক্তি। দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ ও পুরসভার কর্মীদের চার ঘন্টার চেষ্টায় উদ্ধার করা হয় তাঁকে। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া ওই ব্যক্তিকে পুলিশ হাওড়া জেলা হাসপাতাল নিয়ে যায়। শনিবার সকালে ঘটনাটি ঘটে মালিপাঁচঘড়া থানা এলাকার হরদয়াল বাবু লেনে। স্থানীয় সূত্রে জানা গেছে, অমরনাথ দত্ত নামের বছর পঞ্চাশের ওই ব্যক্তি কল থেকে বালতিতে জল ভরে যখন বাড়ি ফিরছিলেন সেইসময় আচমকাই একটি পুরনো বাড়ির দেওয়াল সহ একাংশ ধসে তাঁর উপরে পড়ে। অমরনাথবাবু সেই ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে মালিপাচঁঘড়া থানার পুলিশ, দমকল বিভাগের কর্মীরা এবং হাওড়া কর্পোরেশনের বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং সাফাই বিভাগের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করেন। সংকীর্ণ গলি এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়। পরে চার ঘন্টার চেষ্টায় অমরনাথবাবুকে উদ্ধার করা সম্ভব হয়।
