কলকাতা, ১৭ সেপ্টেম্বর:- করোনার আসন্ন তৃতীয় ঢেউ মোকাবিলায় রাজ্য সরকার শিশুদের চিকিৎসায় স্বাস্থ্য পরিকাঠামো আরও বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছে। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ এবং মালদহ মেডিক্যাল কলেজকে কোভিড আক্রান্ত শিশুদের চিকিৎসার উৎকর্ষ কেন্দ্র হিসাবে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। এই নিয়ে কোভিড আক্রান্ত শিশুদের চিকিৎসার উৎকর্ষকেন্দ্র হিসাবে পাঁচটি হাসপাতালকে চিহ্নিত করা হল। চলতি বছরের অগস্ট মাসে বিসি রায় শিশু হাসপাতাল, কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেকে কোভিড আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য উৎকর্ষ কেন্দ্র হিসাবে চিহ্নিত করে স্বাস্থ্য দফতর।
এবার বাঁকুড়া এবং মালদহ মেডিক্যাল কলেজকে সেই তালিকায় যুক্ত হল। পাশাপাশি গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসায় পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিকু) বেড বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে এধরণের বেডের সংখ্যা ২৪৪ থেকে বাড়িয়ে ৬৭৯ টি করা হচ্ছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। আসন্ন কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে হাসপাতালগুলিকে দ্রুত পরিকাঠামো তৈরির কাজ শেষ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। রায়গঞ্জ হাসপাতালে ২৪টি করে নতুন পিকু বেড প্রস্তত করা হচ্ছে। কলকাতার সাতটি হাসপাতালে ২১৮ টি পিকু বেড বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এর মধ্যে এসএসকেএম হাসপাতালে ৪৪টি এবং বিসি রায় শিশু হাসপাতালে ৭২টি পিকু বেড বাড়ানো হচ্ছে। রাজ্যে আগে ১৫টি হাসপাতালে শিশুদের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ২৪৪ টি বেড বরাদ্দ করা হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা বিচার করে আরও ৪৩৫ টি পিকু বেড বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত সপ্তাহ থেকে জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় জ্বরে আক্রান্ত হয়েছে বহু শিশু। আক্রান্ত শিশুদের চিকিৎসায় হাসপাতালগুলিতে প্রয়োজনীয় পরিকাঠামো এবং চিকিৎসা পরিষেবা বৃদ্ধিরও নির্দেশ দেওয়া হয়েছে।