এই মুহূর্তে জেলা

হুগলিতেও শিশুদের অজানা জ্বরের থাবা উদ্বেগ বাড়াচ্ছে , মোকাবিলায় বাড়ছে পিকুর সংখ্যা।


হুগলি, ১৬ সেপ্টেম্বর:- হুগলি জেলা হাসপাতাল চুৃঁচুড়া ইমামবাড়ায় এই মুহূর্তে ৬৪ জন শিশু ভর্তি আছে জ্বর নিয়ে।সব ভাইরাল ফিভার। একজনের ডেঙ্গী ধরা পরেছে।গত এক সপ্তাহে কারো করোনা ধরা পরেনি।যেসব শিশু আসছে জ্বর নিয়ে তাদের রক্ত পরীক্ষা করা হচ্ছে। চার পাঁচ জনের স্ক্র্যাব টাইফাস আছে। জানিয়েছেন জেলা হাসপাতালের সুপার উজ্জ্বলেন্দু বিকাশ মন্ডল। গতকালই হুগলি জেলা মুখ্য স্বাস্থ আধিকারীক রমা ভুঁইয়া হাসপাতাল সুপার ও ব্লক হাসপাতালের বিএমওএইচদের নিয়ে জরুরি বৈঠক করেন। বর্তমান পরিস্থিতিতে শিশুদের চিকিৎসায় বিশেষ জোর দেওয়া হয়, এই সময় যে শিশুই জরের উপসর্গ নিয়ে আসছে তাদের করোনা ও ডেঙ্গী পরীক্ষা করার পাশাপাশি জরের কারন খতিয়ে দেখা হচ্ছে।

জেলা হাসপাতালের সুপার উজ্জ্বলেন্দু বিকাশ মন্ডল জানান, এই সময় আবহাওয়ার পরিবর্তন হওয়ায় অনেক শিশুর জ্বর হয়। যারা মূলত হাসপাতালে ভর্তি হচ্ছে তারা এই ধরনের ভাইরাল ফিভার দেখা যাচ্ছে। একজনের ডেঙ্গী ধরা পরেছে। আর কয়েকজনের স্ক্যাব টাইফাস। করোনার তৃতীয় ঢেউ এ শিশুদের আক্রান্ত হবার সম্ভাবনা বেশি বলা হচ্ছে তাই চিন্তা রয়েছে। তবে এখনো এক সপ্তাহ দশদিন না গেলে পরিষ্কার হবে না। হাসপাতাল গুলোতে শিশু চিকিৎসায় পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট(পিকু) বাড়ানো হচ্ছে।