সুদীপ দাস, ১৬ সেপ্টেম্বর:- হুগলী কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র সায়েন্টিস্ট নিতাই মুদীর বদলির প্রতিবাদে বিক্ষোভ জেলার চাষী ভাইদের। এদিন চুঁচুড়ার ধান্য গবেষনা কেন্দ্রে অবস্থিত হুগলী কৃষি বিজ্ঞান কেন্দ্রের সামনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত চাষীভাইরা বিক্ষোভে সামিল হয়। কৃষি দপ্তর সূত্রে খবর ২০০৮ সাল থেকে হুগলীর এই দপ্তরে সিনিয়র সায়েন্টিস্টের পদে রয়েছেন নিতাইবাবু। চাষীভাইদের বক্তব্য নিতাইবাবু আসার পর থেকেই জেলার চাষাবাদে আমূল পরিবর্তন ঘটে।
বিক্ষোভকারীরা বলেন ঘরের ছেলের মতই নিতাইবাবু তাঁদের পাশে রয়েছেন। বিশেষ করে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার পদ্ধতিতে হুগলী জেলার মাশরুম চাষ আজ সমগ্র রাজ্যের কাছে মডেল হয়েছে শুধুমাত্র নিতাইবাবুর জন্য। দিন কয়েক আগে তাঁরা খবর পান তাঁদের প্রিয় নিতাইবাবুর বদলীর নির্দেশ এসেছে। চাষীভাইরা চায় নিতাইবাবু হুগলীতেই থাকুক। তাই এদিন শতাধিক কৃষক রাজ্য সরকারকে বার্তা দিতে হুগলী কৃষি বিজ্ঞান কেন্দ্রের সামনে বিক্ষোভে সামিল হয়।