এই মুহূর্তে জেলা

লাগাতার বৃষ্টিতে পাঁচিল ভেঙে গুরুতর আহত বৃদ্ধা।

হাওড়া, ১৫ সেপ্টেম্বর:- গত ২ দিনের ভারী বৃষ্টিতে পাঁচিল ভেঙে গুরুতর আহত হলেন এক বৃদ্ধা। বুধবার ঘটনাটি ঘটে হাওড়ার সাঁকরাইলের দুইল্যা পঞ্চায়েত এলাকায়। আহত বৃদ্ধার নাম কল্পনা দিন্দা (৬৭)। তিনি ওই এলাকারই বাসিন্দা। এদিন সকালে একটি টেলারিং দোকানে জিনিষ নিতে এসে দোকান লাগোয়া পাঁচিল আচমকা ভেঙে ঘটে ওই দুর্ঘটনা। গুরুতর আহত অবস্থায় তাঁকে কলকাতার এক সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবার সূত্রে জানা গেছে, তাঁর পায়ে অস্ত্রোপচার করা হবে। বিপজ্জনক অবস্থায় ছিল রাস্তার ধার বরাবর অবস্থিত ওই পাঁচিল। এই ঘটনা প্রসঙ্গে টেলারিং দোকানের মালিক নীলিমা হালদার জানান, ওই বৃদ্ধা এদিন সকালে তাঁর দোকানে এসেছিলেন কাপড় নিতে।

কাজ শেষ না হওয়ার দরুণ তিনি দাঁড়িয়েছিলেন। হাতের কাজ শেষ করে কাপড় দিতে যাওয়ার সময় আচমকাই ভেঙে পড়ে দোকান লাগোয়া ইঁটের দেওয়াল। ওই দেওয়াল বৃদ্ধার পায়ের উপরে পড়ে। তাঁকে বাড়ির লোকেরা হাসপাতালে নিয়ে যান। ভেঙে পড়া পাঁচিল যে বাড়ির সেই বাড়ির বাসিন্দা রাজীব দাস জানান তিনি বাড়িতেই ছিলেন। হঠাৎ করে আওয়াজ শুনে বাইরে এসে দেখেন পাঁচিল ভেঙে পড়েছে। ওই বৃদ্ধার পায়ের উপরে পড়াতে তিনি যন্ত্রনায় ছটফট করছেন। আশেপাশের লোকেরা ছুটে এসে পাঁচিল সরিয়ে বৃদ্ধাকে উদ্ধার করে। ওনার বাড়িতেও খবর দেওয়া হয়। বাড়ির লোক এসে ওনাকে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।