এই মুহূর্তে জেলা

আজ থেকে শুরু হলো দুয়ারে রেশন প্রকল্পের পাইলট প্রজেক্ট।

হুগলি, ১৫ সেপ্টেম্বর:- “দুয়ারে রেশন প্রকল্পের” পাইলট প্রজেক্ট শুরু হলো আজ থেকে। হুগলির শ্রীরামপুরের কয়েকটি ওয়ার্ডে শুরু হয়েছে এই প্রকল্প। রেশন ডিলাররা রেশন সামগ্রী ভ্যানে করে নিয়ে গিয়ে গ্রাহকদের বাড়িতে পৌঁছে গ্রাহকের নির্দিষ্ট করা পরিমাণ মতো সঠিক ওজন করে রেশন সামগ্রী তুলে দিচ্ছে তাদের হাতে। শ্রীরামপুরের ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভাস্কর জানা জানান এই প্রকল্পের সুবিধা পেয়ে তারা খুশি বিশেষ করে কোভিড পরিস্থিতিতে সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

যদিও রেশন ডিলার রোহিত আগরওয়ালের দাবী এই প্রক্রিয়াটি খুবই জটিল, এর ফলে তাদের সমস্যা হবে। স্থানীয় কো-অর্ডিনেটর অসীম পন্ডিত জানানএই প্রক্রিয়াকে তারা স্বাগত জানাচ্ছে। একইভাবে হুগলি জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে এই প্রকল্প।