সুদীপ দাস , ১৩ সেপ্টেম্বর:- জামতারা গ্যাং এর মতন ব্যাংক একাউন্ট হ্যাক করে টাকা লোপাটের কিনারায় উত্তরপ্রদেশ থেকে পুলিশ এসে ব্যান্ডেল থেকে আটক করলো দুইজনকে। ব্যান্ডেল এই দুই ব্যক্তির নাম রাজা প্রসাদ ও প্রীতম দাস এদের দুজনের বাড়ি ব্যান্ডেল বলাগর এলাকায়। গতকাল রাত্রে উত্তর প্রদেশের পুলিশ টিম চুঁচুড়া পুলিশের সহযোগিতায় ব্যান্ডেল থেকে ব্যাংক হ্যাকার কাণ্ডে জড়িত দুই ব্যক্তি কে গ্রেপ্তার করে। প্রীতম দাস বর্তমানে সার্ভে কলেজের প্রথম বর্ষের ছাত্র যদিও তার বাবা হকারি করেই দিন চালায়। প্রীতমের বন্ধু রাজা প্রসাদ একবছর আগে প্রীতম কে বলে ব্যাঙ্ক অফ বরোদা একটি একাউন্ট খোলার জন্য। শুধুমাত্র এই এটিএমটি দিয়ে দিতে হবে তাকে।
বিনিময়ে তার ওই একাউন্টে টাকা ঢুকবে এবং সে ভালো পয়সা কমিশন পাবে। সেই মতই সে অ্যাকাউন্টটি খুলেছিল কিন্তু এটি যে একটি বড় হ্যাকারের চক্র তা সে জানতো না।বিভিন্ন মানুষের টাকা ব্যাংক একাউন্ট থেকে লোপাট হয়ে যাওয়া তদন্তে উত্তর প্রদেশের পুলিশ এই দুজনের সন্ধান পায়। গতকাল রাতে ব্যান্ডেলের বাড়ি থেকে প্রীতম ও রাজাকে আটক করা হয়।এদের দুজনকে উত্তর প্রদেশ নিয়ে গিয়ে পুরো বিষয়টি তদন্ত করে দেখবে উত্তরপ্রদেশ পুলিশ। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত উত্তরপ্রদেশের পুলিশকে লুঠ হওয়া টাকার সমপরিমান চেক প্রীতমের বাবা দিয়ে দেয়। এরপর ইউপির সেই পুলিশের টিম তাঁদের রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়। তবে রাজা ও প্রীতম এই ঘটনার সাথে সরাসরি যুক্ত কিনা সেবিষয়ে খতিয়ে দেখছে চুঁচুড়া থানার পুলিশ।