এই মুহূর্তে কলকাতা

রাজ্যের দুই জেলায় সাত হাজার প্রাথমিক শিক্ষক নেবে রাজ্য।


কলকাতা , ১৩ সেপ্টেম্বর:- রাজ্য সরকার রাজ্যের দুই জেলায় প্রায় ৭ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বীবেদী জানিয়েছেন। তিনি বলেন, মালদা ও উত্তর ২৪ পরগণা এই দুই জেলায় ৩১৭৯ টি শিক্ষক পদ পূরণ করা হবে। একই সঙ্গে ওই দুই জেলায় প্রাথমিক শিক্ষকের ৩৯২৫ টি পদ সৃষ্টি করা হচ্ছে। ২০০৯ সালে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল তৈরি করা হয়েছিল। সেখান থেকেই এই পদ গুলিতে শিক্ষক নিয়োগ করা হবে।