এই মুহূর্তে জেলা

মুখ্যমন্ত্রীর জয়ের প্রার্থনা কামনায় শেওড়াফুলিতে গনেশ পুজো।

হুগলি, ১০ সেপ্টেম্বর:- ভবানীপুর কেন্দ্রে মাননীয় মুখ্যমন্ত্রীর জয়ের প্রার্থনা করে শেওড়াফুলিতে গনেশ দেবতার পুজো অনুষ্ঠিত হচ্ছে। শেওড়াফুলি বৈদ্যবাটি পুরসভার কো-অর্ডিনেটর সুবীর ঘোষ জানালেন আমাদের নেত্রী যেভাবে রাজ্যের সাধারণ মানুষের জন্য জনকল্যাণমূলক প্রকল্পগুলি নিয়েছেন তাতে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে। জগৎ জননী মা দুর্গার মর্তে আগমনের আর একমাস বাকি। ইতিমধ্য ধরাধাম মায়ের আগমনের অধীর অপেক্ষায় প্রহর গুনছে, আর, তার আগেই মর্তবাসী দের কাছ থেকে পুজো নিতে শিব পার্বতীর পুত্র গজনন গণেশ মর্তে আবির্ভূত হচ্ছেন। আজ হিন্দু ধর্মালম্বীরা মহা সাড়ম্বরে পালন করছে সুখ সমৃদ্ধি এবং বুদ্ধির দেবতা গণেশের। সারা ভারতবর্ষজুড়ে অনুষ্ঠিত হয়গনেশ আরাধনা। ভাদ্র মাসের শুক্লা চতুর্থীতে গণেশ চতুর্থী হিসেবে আমরা পালন করি।

এ ব্যাপারে বলতে গিয়ে সুবীর বাবু বলেন গণেশ পূজার মধ্য দিয়ে আমাদের বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসব শারদীয়ার সূচনা হল প্রতিবছরের মতো এ বছরও আমরা সিদ্ধিবিনায়ক গনেশ দেবতার আরধনা ব্রতী হয়েছি। শাস্ত্র মতে সমস্ত বিধি মেনে এই পুজোর আয়োজন করা হয়েছে। পুজো উপলক্ষে এলাকাবাসীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। সকাল থেকে এলাকাবাসীরা পূজা প্রাঙ্গণে এসে শিব দুর্গার আদরের পুত্র ভগবান গণেশের আশীর্বাদ নিচ্ছেন। তবে সব কিছু করা হচ্ছে কোভিদ মহামারীর কথা মাথায় রেখে বিধি মেনে। সারাদিন ব্যাপী এই পুজো উপলক্ষে ধনী-গরীব নির্বিশেষে সমস্ত ভক্তপ্রাণ মানুষ কে দেয়া হবে ভগবান গণেশের প্রসাদ, এবং প্রার্থনা করব সিদ্ধিদাতা আমাদের সকলের মনোবাঞ্ছা তিনি যেন পূরণ করেন এবং সারা পৃথিবী জুড়ে যে মহামারীর কবলে পড়ে মানুষ আজ দিশেহারা তা থেকে গজানন আমাদের সকলকে মুক্ত করবেন। এবং তার আশীর্বাদে সুখ-সমৃদ্ধির ভান্ডার ভরে যাবে আমাদের ধরাধাম।