তরুণ মুখোপাধ্যায়, ৫ সেপ্টেম্বর:- ৫ই সেপ্টেম্বর মানেই সারা ভারতবর্ষ জুড়ে শিক্ষক দিবস পালন। ভারতবর্ষের আদর্শ শিক্ষক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ ৫ই সেপ্টেম্বর ১৮৮৮ জন্ম গ্রহন করেন। এই মহান মানুষের জন্মদিনই শিক্ষক দিবস হিসাবে পালিত হয়। শিশুদের তাদের বাবা-মা জন্ম দেন। কিন্তু আসল মানুষ গড়ার কারিগর হচ্ছেন তাদের শিক্ষকরা। রবিবার রিষড়া পৌরসভা আয়োজিত শিক্ষক দিবসে, শিক্ষকদের সংবর্ধনা দিয়ে এই ভাবেই প্রতিক্রিয়া দিলেন পৌরসভার মুখ্য প্রশাসক বিজয় সাগর মিশ্র। প্রাক্তন রাষ্ট্রপতি শিক্ষক প্রয়াত ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ এর জন্মদিন ৫ই সেপ্টেম্বর সারা দেশের মানুষ শিক্ষক দিবস উপলক্ষে পালন করে। আজকের দিনে আজকের দিনে ভারতবর্ষের সমস্ত শিক্ষকদের তার জন্মদিনে সম্মান জানানো হয়। এদিন বিকেলে রিষড়া পৌরসভার মাতৃ সদন কক্ষে ১৬০ জন শিক্ষক-শিক্ষিকাদের হাতে মানপত্রও উপহার তুলে সন্মান জানানো হয়।
বিজয় মিশ্র জানান আমাদের রাজ্যের এই দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করা হচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রী সহ সমস্ত মানুষের জন্য নানা ধরনের প্রকল্প চালু করেছেন, এর মধ্য বিশেষ করে এ রাজ্যের শিক্ষার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনেছেন। ছাত্রছাত্রীরা আজকে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন। স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করা হয়েছে, যাতে সম্মানের সঙ্গে ছাত্র ছাত্রীরা উচ্চ শিক্ষা লাভ করেন। যেটা আজকে এই শিক্ষক দিবসের সবথেকে বড় পাওনা। আজকের অনুষ্ঠানে বিজয়বাবু ছাড়াও উপস্থিত ছিলেন উপ প্রশাসক জাহিদ হাসান খান, কো-অর্ডিনেটার মনোজ গোস্বামী, মনোজ সাউ, শুভজিত সরকার, তাপস সরখেল, অভিজিত দাস, সন্ধ্যা দাস, কৌশিক মুখার্জী, প্রশাসক মন্ডলীর সদস্য হর্স প্রসাদ ব্যানার্জি সহ বিশিষ্ট গুনীজনেরা। এদিন মোট ১৬০ জন শিক্ষক-শিক্ষিকার হাতে মানপত্র তুলে দেন পুরসভার প্রশাসক সহ অন্যান্য কো-অর্ডিনেটাররা। পুরো অনুষ্ঠানটি ব্যবস্থাপনায় ছিলেন পুরসভার আধিকারিক তাপস ঘোষ।