এই মুহূর্তে জেলা

বিদেশি পাখি পরিবহনে টালবাহানার অভিযোগ , বিক্ষোভ কলকাতার পক্ষীপ্রেমী সংস্থার সদস্যদের।

হাওড়া, ৩ সেপ্টেম্বর:- বিদেশি পাখির বুকিং নিচ্ছে না রেল, এই অভিযোগে শুক্রবার হাওড়া স্টেশনের সামনে বিক্ষোভ দেখান কলকাতার দুটি পক্ষীপ্রেমী সংস্থার সদস্যরা। অভিযোগ, আদালতের নির্দেশ থাকা স্বত্তেও বারেবারে আটক করা হচ্ছে খাঁচাভর্তি পাখি। এমনকি দেওয়া হচ্ছে না সঠিক সিজারলিস্টও। এমনই অভিযোগ তোলেন কলকাতার বার্ড ব্রীডার্স অ্যান্ড লাভার্স অ্যাসোশিয়েশন ও পশ্চিমবঙ্গ বিদেশী পক্ষী প্রেমী সংস্থার সদস্যরা। দুই সংস্থার আইনজীবীরা এসে রেলের আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেন। আগামী কয়েকদিনের মধ্যেই রেলের পক্ষ থেকে সমস্যার সমাধানের আশ্বাস পেয়ে এদিন বিক্ষোভ তুলে নেওয়া হয়।