এই মুহূর্তে জেলা

দিনের পর দিন বন্দি থাকার অভিযোগ তুলে সংশোধনাগারের ভিতরেই অনশনে বিচারাধীন বন্দিরা।

সুদীপ দাস, ২ সেপ্টেম্বর:- আদালতে না তোলা ও মিথ্যা মামলার দিনের পর দিন বন্দি থাকার অভিযোগ তুলে সংশোধনাগারের ভিতরেই অনশনে বসলো ১৮৬ জন বিচারাধীন বন্দি। বৃহস্পতিবার অনশনরত এক বিচারাধীন বন্দিকে আদালতে তোলার পর কোর্ট লক আপে অসুস্থ হয়ে পরায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসারত সেই বন্দির দাদার দাবী তাঁর ভাই সহ মোট ১৮৬ জন বিচারাধীন বন্দি সংশোধনাগারের ভিতরে অনশনে বসেছে ১লা সেপ্টেম্বর থেকে। চাঞ্চল্যকর ঘটনাটি হুগলী জেলা সংশোধনাগারের। ওই সংশোধনাগারেই গত ডিসেম্নর মাস থেকে বন্দি রয়েছেন কোন্নগর নবগ্রামের বাসিন্দা পেশায় টি-শার্টের ব্যাবসায়ী উত্তম সিং।

উত্তমের দাদা গৌতমের বক্তব্য ভাইকে মিথ্যাভাবে এনডিপিএস কেস দিয়ে ফাঁসানো হয়েছে। আমি ভাইয়ের কাছ থেকে জানতে পেরেছি বহু মানুষ একইভাবে আদালতে বন্দি। আর করোনার দোহাই দিয়ে তাঁদেরকে কোর্টে তোলা হচ্ছে না। তাই বুধবার থেকে সংশোধনাগারের ভিতরে ভাইয়ের মত ১৮৬ জন বন্দি অনশনে বসেছে। আজ ভাইকে আদালতে নিয়ে এলে কোর্ট লকআপেই ভাই অসুস্থ হয়ে পরে। আদালতে থেকে পুলিশের গাড়িতে করেই ভাইকে চুঁচুড়া হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। যদিও এবিষয়ে জেল কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এবিষয় জেলা প্রশাসনের এক পদস্থ আধিকারিক জানান কোভিড পরিস্থিতির জন্য এই সমস্যা হলেও দ্রুত মিটে যাবে। তবে সংশোধনাগারে বিচারাধীন বন্দিরা আমরণ অনশনে বসেনি বলেই তিনি জানান।