হুগলি, ৩০ আগস্ট:- জন্মাষ্টমীর সকালের চন্দননগরের বলরামপুরে প্রতিষ্ঠা করা হলো বাবা লোকনাথের একটি অনিন্দ্যসুন্দর মন্দির। এ ব্যাপারে বলতে গিয়ে মন্দিরের প্রতিষ্ঠাতা উত্তম দাস জানালেন আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, এই পবিত্র দিনে আমাদের এই মন্দির উদ্বোধন হলো এটা আমাদের কাছে ভগবানের আশীর্বাদ স্বরূপ। উত্তমবাবু জানান গত আড়াই বছর ধরে চেষ্টা করে ঈশ্বরের কৃপায় বাবা লোকনাথের আশ্রম প্রতিষ্ঠা হল। এই দেবালয় আমার একার নয় এ আশ্রম সবার। এখানে প্রতিদিন ভগবান লোকনাথের পূজা অর্চনা হবে। মানুষ এখান থেকে ঠাকুরের প্রসাদ পাবেন।
সঙ্গে সঙ্গে আশপাশের এলাকার ভক্তপ্রাণ মানুষের কাছে যাতে এটা একটা তীর্থক্ষেত্র হয়ে ওঠে ভগবানের কাছে সেই আশীর্বাদ চাইছি। উত্তমবাবুর সহধর্মিণী জানালেন আগামী দিনে এখানে একটি বৃদ্ধাশ্রম এবং অনাথ শিশুরা যাতে এখানে থাকতে পারে সেই চেষ্টা আমি করব। এছাড়াও এখানে একটি দাতব্য চিকিৎসালয়ের করার ভাবনা-চিন্তাও আমাদের রয়েছে। তিনি জানান একজন বাঙালি মহিলা হিসেবে ঈশ্বর স্বরূপিনী রানী রাসমণি যেমন দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তেমনি আমিও একজন বাঙালি হিসাবে আজকে ভগবানের আলয় স্থাপন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।