এই মুহূর্তে জেলা

৩০ সেকেন্ডে ৫৮ বার পুশ-আপ দিয়ে রেকর্ড সাত বছরের রাজনাথের।


মহেশ্বর চক্রবর্তী, ২৮ আগস্ট:- পুশআপ-পে ইভেন্টে ইন্ডিয়া বুকে নাম তুলে বাবা মা ও হুগলি জেলার মুখ উজ্জ্বল করলো সাত বছরে রাজনাথ দত্ত। ৩০ সেকেন্ডে ৫৮ বার পুশ-আপ দিয়ে রেকর্ড করে ছোট্ট রাজনাথ।জানা গিয়েছে, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পুশআফ পে ইভেন্টে প্রথম স্থান অধিকার করে। হুগলির গোঘাটের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের আমরাপাঠ এলাকার সাত বছরের রাজনাথ দত্ত প্রথম শ্রেণিতে পড়ে। আমরাপাঠ প্রাথমিক বিদ্যালয়ে সে পড়াশোনা করে। পাশাপাশি চলে জিমনাস্টিক প্রশিক্ষণ। বাড়িতে বাবা ও মায়ের কাছেই প্রশিক্ষণ নেয় রাজনাথ। হুগলির প্রত্যন্ত এলাকার একটি ছোট জনপদ শ্যামবাজার।

এই জনপদেই ধীরে ধীরে বড়ো হচ্ছে রাজনাথ।খুব ছোট থেকেই বাবা ও মায়ের হাতধরে জিমনাস্টিক প্রশিক্ষণের শুরু রাজনাথের। তারপর মাত্র সাত বছর বয়সেই ইন্ডিয়া বুকে পুশআপ পে ইভেন্টে প্রথম স্থান অধিকার করে। আরও দুর এগিয়ে যেতে চায় রাজনাথ। আদো, আদো মিষ্টি কথা রাজনাথ দত্ত বলে, সে রাজ্য থেকে জাতীয় স্তর ও অলিম্পিকে খেলতে চায়। কিন্তু বিধাতার কি নিষ্ঠুর পরিহাস। অন্তত্য মেধা থাকা সত্ত্বেও দারিদ্র্যতা তাকে বাঁধা দিচ্ছে। বাবা বর্তমানে জবকার্ডে কাজ করে সংসার চালান। দরিদ্র পরিবার। সবমিলিয়ে প্রত্যন্ত গ্রামের ছেলে রাজনাথ দত্তের এই সাফল্যে এখন খুশির জোয়ার জেলা জুড়ে।