হাওড়া, ২৩ আগস্ট:- রবিবার রাতে হাওড়ার নিশ্চিন্দায় একটি অ্যাম্বাসাডর গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। চালক সহ আটক করা হয়েছে গাড়িটিও। এদিন নিশ্চিন্দা থানার মাইতিপাড়া এলাকায় ডিউটিতে থাকা ট্র্যাফিক পুলিশ কর্মীদের হাতে ধরা পড়ে প্রায় ৮০ কেজি গাঁজা সমেত একটি সাদা অ্যাম্বাসাডর গাড়ি। গাড়িটির ওড়িশার রেজিষ্ট্রেশন নং ছিল বলে জানা গেছে। প্যাকেটে ভরে ওই বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। এদিন নিশ্চিন্দার মাইতিপাড়া এলাকায় বালি ট্র্যাফিক গার্ডের কর্মীরা গোপন সূত্রে খবর পেয়ে গাড়িটিকে আটকালে গাড়ি ফেলে পালায় গাড়িতে থাকা তিন পাচারকারী। তবে গাড়ি সমেত চালককে হাতেনাতে ধরা হয়। তাঁকে আটক করে নিশ্চিন্দা থানার হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ওড়িশার ব্রহ্মপুর থেকে থেকে গাঁজা পাচার করার চেষ্টা হচ্ছিল হুগলির ডানকুনিতে। ঘটনার তদন্তে নেমেছে নিশ্চিন্দা থানার পুলিশ। চালককে জিজ্ঞাসাবাদ করে বাকি তিনজনের খোঁজ চলছে।
Related Articles
চালকের তৎপরতায় দূর্ঘটনা থেকে রক্ষা পেল গ্যাস ভর্তি ট্যাঙ্কার।
হাওড়া, ২ সেপ্টেম্বর:- চালকের তৎপরতায় বড় মাপের দূর্ঘটনা থেকে রক্ষা পেল গ্যাস ভর্তি ট্যাঙ্কার। বৃহস্পতিবার দুপুরে উলুবেড়িয়ার হিন্দুস্তান পেট্রোলয়ামের গ্যাস রিফিলিং স্টেশন থেকে গ্যাস ভরে নিয়ে কলকাতার দিকে যাওয়ার সময়ে ১৬নম্বর জাতীয় সড়কের ধুলাগড় ব্রিজের ওপরে হঠাৎই গাড়ির ইঞ্জিন থেকে ধোঁয়া বেরতে দেখেন চালক। সঙ্গে সঙ্গেই গাড়ি থামিয়ে দেন তিনি। প্রথমেই ব্যাটারির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন […]
কালিম্পং জেলার আলগাড়া বাজারের আগুনে পুড়ে ছাই আটটি দোকান।
কালিম্পং , ৭ আগস্ট:- বৃহস্পতিবার মধ্য রাতে কালিম্পং জেলার আলগাড়া বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছায় আটটি দোকান। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে যে স্থানীয়রা প্রথমে আলগারা বাজার এলাকার একটি দোকান থেকে আগুন দেখতে পায়। এরপর আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য দোকানে। এই দেখে তরীঘরী স্থানীয় খবর দেন দমকলে। এবং এই ঘটনার খবর […]
ব্যবসায়ীর বাড়িতে গয়না ও টাকাপয়সা লুট, ডোমজুড়ে চাঞ্চল্য।
হাওড়া, ১ মার্চ:- পরিবারের অনুপস্থিতির সুযোগে ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে কয়েক লক্ষ টাকার সোনার গয়না ও নগদ টাকা লুঠ করে নিয়ে গেল দুস্কৃতীরা। হাওড়ার ডোমজুড়ের মাকড়দহ ২নং গ্রাম পঞ্চায়েতের ধাড়সা শিবতলায় ওই ঘটনা ঘটে। ওই এলাকার বাসিন্দা দুধকুমার বাগ এলাকার বহু পুরনো ইমিটেশন গয়নার ব্যবসায়ী। সম্প্রতি তিনি মুড়ির কারখানাও চালু করেছিলেন। বাড়িতে ওই দুস্কৃতী হানায় […]