কলকাতা, ২০ আগস্ট:- ভাইফোঁটার দিন থেকে নিজেদের বাড়ির দরজাতেই রেশন পাবেন রাজ্যবাসী। ওই দিন থেকে সারা রাজ্যে দুয়ারে রেশন প্রকল্প চালু হচ্ছে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন মানুষের বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করতে ব্যস্ত রাজ্যের খাদ্য দপ্তর। প্রতিটি বাড়িতে রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য কেনা হচ্ছে বিশেষ ধরনের গাড়ি। এই গাড়ি কিনতে ডিলারদের এক লক্ষ টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি খাদ্য ভবনে খাদ্য সচিব রেশন ডিলারদের ফেডারেশন এবং কয়েকটি গাড়ি নির্মাণকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এই বিষয়ে বৈঠক করেন। সেখানেই রাজ্যের তেইশ হাজার ডিলারকে গাড়ি কেনার জন্য এককালীন অনুদান দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
দুয়ারে রেশনের জন্য বিশেষভাবে এই গাড়িগুলি তৈরি করা হয়েছে। একসঙ্গে ৮ কুইন্টাল খাদ্যসামগ্রী বহন করে নিয়ে যাওয়া যাবে গাড়িগুলিতে। এই গাড়ি কেনার খরচ পড়বে ৬ লক্ষ টাকার আশপাশে। গাড়িতে খাদ্য সামগ্রী রাখার পাশাপাশি তা যাতে ওজন করে দেওয়া যায় তার ব্যবস্থা থাকছে। রেশন দোকানের মতো বাড়িতে গিয়ে খাদ্য দেওয়ার সময় ই-পস যন্ত্র ব্যবহার করা হবে। ই-পস যন্ত্রটি চার্জ করার ব্যবস্থা থাকছে গাড়িতে। প্রতি গাড়ির জন্য ১ লক্ষ টাকা রেশন ডিলারকে অনুদান দেবে রাজ্য সরকার। বাকি টাকা যাতে ব্যাঙ্ক থেকে ঋণ হিসেবে পাওয়া যায়, সে ব্যাপারে সরকার সাহায্য করবে। এছাড়া দুয়ারে রেশন প্রকল্প চালু হলে রেশন ডিলারদের কুইন্টাল প্রতি ৭৫ টাকা করে অতিরিক্ত কমিশন দেওয়া হতে পারে সরকারি সূত্রে জানা গিয়েছে। দুয়ারে রেশন চালু হলে, তা ১৫০ টাকা হবে।