এই মুহূর্তে জেলা

পুজোর আগে কোন কাজগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে । পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব নিয়ে জানালেন সুজয়।

হাওড়া, ১৯ আগস্ট:- পুজোর আগে হাওড়া পুর এলাকায় কোন কাজগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে তা নিয়ে শীঘ্রই আলোচনায় বসতে আগ্রহী পুর প্রশাসকমন্ডলীর নবনিযুক্ত চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী। বুধবার দুপুরে তিনি হাওড়া পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব নেন। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, “দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ সবসময় থাকেই। এর একটা ভালো দিক অবশ্যই আছে। আবার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জের মুখোমুখি হবার একটা ব্যাপার থাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব আমাদের প্রশাসকমন্ডলীকে দিয়েছেন তারজন্য তাঁর প্রতি আমি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই। কাজের দিক থেকে যেন কোনও ঘাটতি না হয় সেটা দেখা আমাদের একটা কর্তব্য থাকবে।

রাজ্য সরকারের আদর্শকে সামনে রেখেই আমরা পুরসভা চালিত করব। মানুষ যাতে সর্বোচ্চ নাগরিক পরিষেবা পেতে পারেন সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। আজ বুধবার থেকেই আমি অফিসিয়ালি দায়িত্ব নিয়েছি। আমরা পুর কমিশনারের সঙ্গে আলোচনায় বসব। সামনে পুজোর আগে আমরা কোন কাজগুলো সবার আগে করব সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। সব সমস্যাই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। যেমন স্বাস্থ্য, রাস্তাঘাট, আলো, জলজমা, নিকাশি সবই বড়ো ইস্যু আমাদের কাছে। আমি আমার বেশিরভাগ সময় এখানেই ব্যয় করব। যে দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তার প্রতি সুবিচার যাতে হয় সেটা দেখা আমার প্রধান কর্তব্য। আমি আমার দায়িত্ব একশ ভাগ পালন করব এটা আমি কমিটমেন্ট করতে পারি। এই সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহের শুরুতে প্রশাসকমন্ডলীর বাকি সদস্যদের নিয়ে আলোচনায় বসব। সেদিনই আমাদের বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।”